পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন । জীবনের কোন স্থদৃঢ় বন্ধনই গ্রাহ্য করে না এবং পার্থিব অন্য কোন চিন্তাকেই প্রধান বলিয়া মনে করে না। দৃষ্টান্তস্বরূপ ফিলিপস সাহেব কোন নিহিলিষ্ট পরিবারের একটি গল্প লিখিয়াছেন। আইভান আই ভ্যানোভিচ এবং পল পেট্রোলস্কি নামক দুই বন্ধুকে উদ্যমশীল নিহিলিষ্টদিগের আদর্শরূপে ধরা যাইতে পারে । একটি দিনের জন্য সামান্য মনো মালিন্যও তাহীদের দীর্ঘ বিশ বৎসর ব্যাপী স্থদৃঢ় বন্ধুতার মধ্যে প্রবেশ করিতে অব সর পায় নাই, কিন্তু তথাপি উদ্দেশ্যসাধনের জন্য প্রয়োজন হইলে একজন অপরের বক্ষে ছুরি চালাইতে সঙ্কুচিত হইতেন না। আইভ্যানোভিচ বিপত্নীক, তাহার একটি পুত্র ও একটি কন্যা। পুত্রটির বয়স ২১ বৎসর, নাম সার্জ, কন্যাটির বয়স ১৯ বৎসর, নাম ওল্গা ; ওল্গার জন্মের অতি অল্পকাল পরেই শিশুদ্ধ মাতৃহীন হয়। কিন্তু পিতার স্নেহাতিশয্যে তাহার কোন দিন মাতার অভাব বুঝিতে পারে নাই । পেট্রোল্‌স্কি কখনো বিবাহ করেন নাই। প্রথম যৌবনে এক নিরাশ প্রণয়ের দুর্ঘটনার জন্য তিনি চিরকৌমাৰ্য্য অবলম্বন করেন ; এবং বন্ধু আইভ্যানোভিচের পুত্র কন্যার প্রতি হৃদয়ের ?f寸アホ本r l ש ו - \ 2\ : אי অতি অল্পই দেখিতে পাওয়া যায়। তাহারা যেন তাহাদে কল্পনাপ্রস্থত এক স্বতন্ত্র পৃথিবীতে বাস করিতেন। সার্জ ও ওল্গা পরস্পরের উপর এতই নির্ভর করিত যে, তাহার সমস্ত স্নেহ ঢালিয়া দিয়া তাহদেরই সহিত একত্র বাস করিতে এই চারিজনের পরস্পরের মধ্যে যে প্রীতির বন্ধন ছিল এরাপ ! নিছিলিষ্ট-তত্ত্ব । २२ & ব্যস্ত ছিল না । ওল্গার কমনীয় কান্তি ও রূপমাধুর্য্য দেখিয়া কতিপয় যুবক তাহার অত্যন্ত পক্ষপাতী হইয়া পড়িয়াছিল ; কিন্তু তাহার প্রতিজ্ঞ, সে তাহার দাদার হ্যায় মহৎ হৃদয়, নিঃস্বার্থপর, সুপুরুষ ভিন্ন অন্য কাহাকেও বিবাহ করিবে না। সার্জের সংকল্প, যদি সে তাহার ছোট ভগিনীটির মত একটি স্নেহশীল। সুন্দরী বালিকা পায় তবেই বিবাহ করিবে, নতুবা নহে। । একদিন কোন কাৰ্য্যোপলক্ষ্যে পেট্রোল্‌স্কি পারিসে গিয়াছিলেন। যে রাত্রে সে পারিস হইতে প্রত্যাগমন করেন সেই রাত্রে তাহার ভয়ানক শিরোবেদন উপস্থিত হয় ; কিছু আহার ন} করিয়। তিনি রাত্রি নয়টার সময় শয়ন করিলেন । পরদিন প্রাতঃকালে তাহাকে অত্যন্ত অসুস্থ দেখা গেল ; র আসিয়া তাহার শরীরে টাইফইড় জ্বরের লক্ষণ দেখিে পাইলেন। তাহার সুচিকিৎসার জন্য যথাসম্ভব উপায় অবলম্বিত হইল, সেবাশু শ্রীষারও ক্রটি হইল না, – কিন্তু ক্রমেই র্তাহার 寺 ভাগ ও সার্জ পিতৃবন্ধুর রোগশয্যা প্রান্তে দাড়াইয়। নীরবে: শত্ৰ বৰণ করিতেছিল, পেট্রোল্‌স্কি তাহদের দিকে দৃষ্টিনিক্ষেপ- । তনিও তা হা গ্রহণ করিয়াছেন ।” এবং ভগিনী সমস্বরে উত্তর করিল “দেখিয়াছি” । । ভ্রা ত