পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন । তোমার পিতার কাছে শিষ্য হইবা রে আমি বৃহস্পতিস্থত। কচ । শঙ্কা ছিল মনে পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া । - দেবযানী । আমি গেনু তার কাছে । হাসিয়া কহিনু—পিতা, ভিক্ষা এক অাছে চরণে তোমার –স্নেহে বসাইয়া পাশে শিরে মোর দিয়ে হাত শান্ত মৃদু ভাষে কহিলেন–কিছু নাহি আদেয় তোমারে । কহিলাম—বৃহস্পতিপুত্র তব দ্বারে এসেছেন, শিষ্য করি লহ তুমি তারে এ মিনতি –সে আজিকে হল কত কাল তবু মনে হয় যেন সেদিন সকাল ! কচ । ঈর্ষাভরে তিনবার দৈত্যগণ মোরে করিয়াছে বধ, তুমি দেবী দয়া করে” ফিরায়ে দিয়েছ মোর প্রাণ, সেই কথা হৃদয়ে জাগায়ে রবে চির-কৃতজ্ঞতা । দেবযানী। কৃতজ্ঞতা ! ভুলে যেয়ে, কোন দুঃখ নাই! উপকার যা করেছি হয়ে যাক ছাই— নাহি চাই দান প্রতিদান ! মুখস্মৃতি । নাহি কিছু মনে ? যদি আনন্দের গীতি কোন দিন বেজে থাকে অন্তরে বাহিরে, যদি কোন সন্ধ্যাবেলা বেণুমতী তীরে AASAASAASAASAATAAASAAAS বিদায়-অভিশাপ । ミ@>。 অধ্যয়ন অবসরে বসি পুষ্পবনে অপূৰ্ব্ব পুলকরাশি জেগে থাকে মনে ; ৷ ফুলের সৌরভসম হৃদয়-উচ্ছাস ব্যাপ্ত করে দিয়ে থাকে সায়াকু আকাশ, ফুটন্ত নিকুঞ্জতল, সেই সুখকথা মনে রেখো—দুর হয়ে যাক কৃতজ্ঞতা ! যদি সখী হেথা কেহ গেয়ে থাকে গান চিত্তে যাহা দিয়েছিল স্থখ ; পরিধান করে থাকে কোন দিন হেন বস্ত্রখানি যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল, ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে, আজি এরে দেখায় সুন্দর ; সেই কথা মনে কোরে অবসরক্ষণে সুখস্বৰ্গধামে । কতদিন এই বনে দিক্‌ দিগন্তরে, আষাঢ়ের নীল জটা, তামস্নিগ্ধ বরষার নবঘনঘট। নেবেছিল, আবিরল বৃষ্টিজলধারে কৰ্ম্মহীন দিনে সঘন কল্পনাভারে পীড়িত হৃদয় ; এসেছিল কতদিন অকস্মাৎ বসন্তের বাধাবন্ধহীন উল্লাস-হিল্লোলাকুল যৌবন-উৎসাহ, সঙ্গীত-মুখর সেই আবেগ প্রবাহ লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যাপ্ত করি দিয়াছিল লহরে লহরে