পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

__ - ෆෂණූ - :ושאזה | শিক্ষার অভাব, সৎসাহসের অভাব প্রভৃতি করিয়া আমাদের স্বারিদ্রোর অনেক গুলি কারণ নির্দেশ করা যাইতে পারে। কেহ - কেছ বলেন, বৈদেশিক শাসনভারে প্রপাড়িত হইয়া অামামের স্বাধীনস্তাব, আমাদের উন্নতি-পূহ, আমাদের মঙ্গুষ্যত্ব, উদাম উৎসাহ সমস্তই তিরোহিত হইয়াছে । কাজেই আমির মরিত্র হুইয়া পড়িয়াছি । কেহ কেহ বলেন, ইংরাঞ্জদিগের কল্প আদায় করিবার প্রথাগাটাই ঘূৰণীয়। স্বদেশীয় রূtaাদিগের আমলে, উৎপন্ন শস্যের কিয়দংশ করশ্বরূপে লঙয়া হুইত, অর্থ লওয়া হুইত না। ওখ হাজ অজন্ম হইলে প্রজাদিগকে গৰ্ব্বন্ধান্ত হইতে হইত না। এখন শস্যের অবস্থ৷ বtহাই হোক না কেন, একটা নির্দিষ্ট অর্থ করম্বরূপ প্রজাকে দিতেই হইবে । বিস্তীর্ণ জুর্ভিক্ষ ন হইলে, বৰ্ত্তমান রাজগরফার কখনই প্রজাদিগকে ছাড় দেন না। তাছাড়া, ব্যক্তিবিশেদের ক্ষেন্তে অজন্ম হইলে সরকারী কৰ্ম্মচারীদিগের ছাড় দিশার ক্টোল ও একতিয়ার লাই। আমাদের দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী । কৃষকদিগেয় অবস্থা যব হুইrল্প, সমস্ত দেশের অবস্থাই মূল হইয়া পড়ে । কৃষি ও বাণিজ্য দুই যদি আমাদের দেশে প্রবল থাকত, তাহা চইলে আমাদের এরূপ দুর্গশী হুইত ল। একের অভাব, সময়বিশেষে অপরের দ্বার। পুরণ হইতে পারিত। তা ছাড়া, অর্থশাস্ত্রবিং পণ্ডিতের বলেন, উৎকৃষ্ট ভূমিতে গড়ে প্রতি বর্গমাইলে ১-- কিম্বা ১২০ জনের মত আহার যোগান্‌ হুইড়ে পারে-লেই ভূমির উপর যদি ১৭-, কিবা ২. গোক নির্ভর করে থাকে তবে নিশ্চয়ই অ্যাকষ্ট ও দুর্ভিক্ষ উপস্থিত হয়। ভারতবর্যের জঙ্গল, বন, মল্প-স্থান প্রভৃতি বাদ হিয়া যদি কেবল কুবিধোগ্য ভূমি ধরা বীর, তাহ হইলে দেখিতে পাইবে প্রতি বর্গমাইলে - - ভারতের দারিদ্র্য ও বাণিজ্য ! e ఇt ২৪• হইতে ৩•• লোক অবস্থিত। সমস্ত লোকসংখ্যায় মধ্যে শতকরা ৮৬ জনের কুবিই একমাত্র নির্ভর স্থল। অতএব আষাদেয় দায়িত্র্যের কারণ এইখানেই তো হাতে-হাতে দেখt খাইঠেছে। অবশ্য, বিজ্ঞান-সঙ্গত আধুনিক উপায়াল কল অবলম্বন করিলে, কৃষিকার্য্যের উন্নতি সাবিত হইয়। দেশের অপেক্ষীকৃত শ্ৰীবৃদ্ধি হইতে পারে। কিন্তু ইহাই বৰ্ণেষ্ট নহৈ ; সৰ্ব্বাঙ্গাল উন্নতি লাভ করিতে কুইলে, কৃষি ও বাণিজ্য উত্তরেরই উৎকর্ষ সাধন করা চাই । কিন্তু এই বাণিজ্যের কতক গুলি আস্তররি অাছে। কেহ কেহ মনে করেন, ব্যবসা-বাণিজ্যমাত্রই নাচ কাe । কেহ বা ভ্ৰব্যবিশেষের ব্যবসায়ে আপত্তি করেন। কিন্তু অধিকাংশ লোকে আপত্তি সমুদ্রযাত্র। এই সমুদ্রযাত্রার স্বাধী খণ্ডন ন হইলে, আমাদের বৈষয়িক উন্নতির বিশেষ কোন সঞ্জাবলী নাই । আমাদের গোড়। লোকেরাও হয়তে। বাণিজ্যের কৰা হরিণামাত্রই বাণিজ্যে বলতে লক্ষ্মী” এই প্রচলিত বচনটি আওড়াহুবেন এবং আর্য্যযহিমা কীৰ্ত্তনকালে সভাস্থলে বলিবেল, পুরাকালে আমাধের পে গুসকল মার্কিনদেশ পৰ্য্যস্ত মাতাস্বাত করিত । কিন্তু তাহাধের কোন আল্পীর স্বজন “কালাপাশ পায় হইয়। ধাণিজ্যর্থে বিলাতে গিন্থ। বন করুন দেখি, শমনি তখন তাহার। তাছাকে জাত্যন্তর কবির জন্ত ঘেটি করিতে থাকিবেন। আর একদল এইরূপ চীৎকার করেন, sাগীদের দেশের টাকা ইংরাজের লুটিয়া লটরী যাইতেছে, ৰিলাহের কল কায়থানায় আমাদের দেশের শিল্পসকল লুপ্ত করিতেছে। এ কথা গুল লতা, কিন্তু ইহা নিবfরশের জন্য তোমরা কি উপায় কারতেছ? শুধু কান্থনি গাহিয়া কি ফল । যদি কেবলদাত্র যোগ সাধন করিয়া, ৭ৈ৭াগ্য গভীগ করিম। 磁 - _