পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| - - 凶。 সাধনী । বর্ণে দিক্‌ আমোদিত করিতে লাগিল, আকাশে পদ্ম সকল প্রস্ফ sä, টিত হইয়। চারিদিকে সৌরত প্রেরণ করিল, দেবলোক হইতে সঙ্গীতধ্বনি মর্যালোকে প্রতিধ্বনিত হইল। বুদ্ধের আগবলে সকলেই পুলকিত। চারিদিকে আনন্দের সীমা রছিল না। সমালোচনা । সংগ্রহ। ইনগেন্দ্রনাথ গুপ্ত। গ্ৰন্থখানি ছোট ছোট গল্পের সমষ্টি। ইহার অধিকাংশ গল্পই সুপাঠ্য। কিন্তু আমাদের বিবেচনার ইছাই লেখকের পক্ষে বথেষ্ট প্রশংসার বিবর নহে। ধিনি “শ্যামার কাহিনী" লিধিতে পারেন তাহার নিকট হইতে কেবলমাত্র কৌতুহল অথবা বিস্ময়জনক গল্প আমরা প্রত্যাশা করি না। “শ্যামার কাহিনী” গল্পটি আদ্যোপাস্ত জীখন্ত এবং মূৰ্ত্তিমান, ইহার কোথাও বিচ্ছেদ নাই। অন্য গল্পগুলিতে লেখকের নৈপুণ থাকিতে পারে কিন্তু এই গল্পেই তাছার প্রতিভার পরিচয় পাওয়া বায় । লীলা। ঐনগেন্দ্রনাথ গুপ্ত। লেখক এই গ্রন্থখানিকে “উপন্যাস” বলিয়। অতিহিত করিয়াছেন ইহ লইয়াই উহার সহিত আমাদের প্রধান বিরোধ। ইহাতে উপন্যাসের স্বসংলগ্নতা নাই এবং গল্পের অংশ অতি বৎসামান্য ও অসম্পূর্ণ। মাকে মাঝে অনেক অকারণ অনাবশ্যক পরিচ্ছেদ সংযোগ করা হইয়াছে, এবং লেখকের স্বগত উক্তিও স্থানে স্থানে সুদীর্ঘ এবং গায়েপড়া গোছের হইয়াছে । কিন্তু তৎসত্ত্বেও এই বইখালি পড়িয়া আমরা বিশেষ আনন্দ লাভ করিয়াছি। বাঙ্গ লীর গার্হস্থ্য চিত্র ইহাতে উক্ষণরূপে পরিস্ফুট হইয়াছে। গ্রন্থের নাম বদিও - সমালোচনা ৷ \y፭ -লীলা” কিন্তু কিরণ ও সুরেশচন্দ্ৰই ইহার প্রধান আলেখা । তাহাঁদের বাল্যদাপত্যের সুকুমার প্রেমাঙ্কুর-উদ্‌গস হইতে আরম্ভ করিয়া সংসারস্কৃেত্রে নাম উপলক্ষে পরস্পরের মধ্যে BBBS BBBBBB BBBB BBB BBB BBBB BBB অমুসরণ করিয়াছি—অন্যান্য আর সমস্ত কথাই বেন ইছার মধ্যে মধ্যে প্রক্ষিপ্ত বলিয়া বোধ হইয়াছে। যাহা হউকৃ, বইখালি পড়িতে পড়িতে দুই একটি গৃহস্থ ঘর আধাদের নিকট সুপরিচিত হইয় উঠে। কিরণ, কিরণেয় মা, দিদিমা, বিন্দুবাসিনী, দাসী, ব্ৰাহ্মণী, প্রফুল্ল ইহারা সকলেই বাঙ্গালী পাঠকমাত্রেরই চেনা লোক, ইহার বঙ্গগুহের আত্মীয় কুটুম্ব। কেবল সুরেশচন্দ্রকে স্থানে স্থানে ভাল বুঝিতে পারি নাই এবং লীল ও আনন্দময়ী তেমন জীবস্তুবৎ জাগ্রত হইরা উঠে নাই । মনোসোহিনী অল্পই দেখা দিয়াছেন কিন্তু কি আবশ্যক উপলক্ষে যে আমরা তাহার মাক্ষাৎকার-সৌভাগ্য লাত করিলাম তাহা বলিতে পারি না ; কেবল, পিতৃধন-গুৰ্ব্বিত রমণীর চিত্রাঙ্কনে প্রলুদ্ধ হইয়া লেখক ইহার অনাবশ্যক অবতারণা করিয়াছেন তাহ বেশ বুঝা যায় – BBB BBBB BBBS BBBB BBB BBBB BtBBB বঞ্চিত করিয়াছেন তথাপি বঙ্গগুহের উজ্জ্বল চিত্রদর্শনমখলাভ করিয়া তাহাকে আনন্দীস্তঃকরণে মীর্জনা করিলাম। রায় মহাশয় । শ্ৰীহরিদাস বন্দ্যোপাধ্যায়। যখন এই গল্পটি থওশঃ “সাহিত্যে” প্রকাশিত হইতেছিল তথনি অমিয়৷ SBBBSB BBB sBBBY BBBBBBS BBB BB এবং য়চনানৈপুণ্যে আমর। পরম প্রীতিলাভ করিয়াছি। তাহার লেখার বেশ একটি বঁধুনি আছে, আবোল তাবোল নাই; লেখক যেন সমস্ত বিষয়টিকে সমস্ত ব্যাপারটিকে দৃঢ়মুষ্টিতে ধরিতে পারিয়াছেন ; বে একটি নিষ্ঠুর কাও বর্ণনা করিয়াছেন তাহার কিছুই বেন তাহার হাত এড়াইয়া বাইতে পারে লাই। জুবিধারী সেরেস্তাস্থ গোবস্তা মুহুরি হইতে সীমান্য প্রজা পৰ্য্যস্ত সকলেই যথার্থ পরিমাণে যাহূল্যবর্জিত হইল্প আপন আপন কাজ দেখাইয়া গেছে। এরূপ বাস্তব চিত্র বঙ্গমাহিত্যে বিরল। প্রবাসের পত্র । জীনবীনচন্দ্র সেন। প্রকাশক বলি:

-