পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারধৰ্ম্ম । ३१ উপর স্কোর দেওয়া উচিত। ধৰ্ম্মমষ্ঠ লইয়া বিবাদ অপেক্ষ ধৰ্ম্মসাধনের প্রতি অধিক মনোযোগী হওয়া কৰ্ত্তব্য ।” ਿ পৃথিবীতে ধৰ্ম্ম বিষয়ক বিবাদ প্রশমনার্থ বিশেষ যত্নবান হইবেন । আমরা তৃতীয় প্রস্তাবের শেষে তাহাকে *সংস্কারক” বলিয়া ডাকিয়াছি ; কিন্তু পুৰ্ব্বকার ধৰ্ম্মংস্কারকেরা যেমন তুরবারি হস্তে করিয়া পৃথিবীতে উদিত হইয়াছিলেন, তিনি সেরূপ হইবেন না । পূৰ্ব্বকার ধৰ্ম্মসংস্কারকেরা যেমন মুখুে বলিয়াছেন,—“On earth peace and good will towards merg’ পৃথিবীতে শান্তি ও মনুয্যের শুভ কামন, অর্থাৎ সুহাদিগের প্রতি প্রেম ; কিন্তু • কাজে সেরূপ করিতে পারেন নাই, তিনি সেরূপ হইবেন না । তিনি পৃথিবীতে প্রকৃত শাস্তি ও প্লেম আনয়ন করিতে যত্নবান হইবেনু ব্ৰাহ্ম ধৰ্ম্মের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তাহার নিজের অথবা তাহার দলের বিশেষ মত যজি৷ হউক এবং তিনি নিজে তাহার বিবেকানুসারে অনুগ্র অথক উগ্ররূপে উন্নত্ব প্রণালী অনুসারে গার্হস্থ্য অথর সামাজিক ক্রিয়া সম্পাদন করুন ; কিন্তু কোন ব্যক্তির অথবা জগর্তির ধৰ্ম্মমত অথবা গার্হস্থ্য ও সামাজিক রীতি নীতি আক্রমণ করিবেন না। তিনি কেবল ঈশ্বর-প্রেম : স্তু মানব-প্রেম প্রচার করিবেন। তিনি কোন বিশেষ’ ধৰ্ম্মমত প্রচার না করিয়া সকল ধৰ্ম্মাবলম্বর উপযোগী উপদেশ দ্বারা উক্ত প্রের্ম প্রচার করিবেন। তিনি মই উর্দুস্বকী কবিয় • বাক্যাসোরে কার্য্যe. ৰুরী, যিনি ' বলিয়াছেন –