পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারধৰ্ম্ম । bo ফল অষ্টি আস্তে আস্তে ফলিতে দিবে তিনি জানেন যে, তিনি কুষ্টি স্থিতি প্রলয় কর্তা মহেন ; স্মৃষ্টি স্থিতি প্ৰলয় কর্তা আর এক জন । তিনি জানেন যে, কৰ্ম্মে তাহার অধিকার আছে, কৰ্ম্মের ফলে কদাচ নাই । তিনি সেই নিৰ্ব্বোধ বালকের ছায় কাৰ্য্য করবেন না, বুেৰীজ কিরূপে অস্থরিত হইতেছে তাহ প্রত্যহ ভূমি খুড়িম দেখে । তিনি জানেন যে,ঈশ্বর নিজে রক্ষণশীলের প্রধান'; তিনি নিজে অতি অস্তে আস্তে কাজ করেন। তিনি বিবাদের কথা আদোবে উত্থাপন করিবেন নু ও তাহাতে সংশ্লিপ্ত থাকিনে না । তিনি যত পারেন তর্ক হইতে বিরত হইবেন, যেহেতু “নৈষ। তর্কেন মতিরাপনেয়া”— তর্কের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না ; কিন্তু যদি একান্ত তক করিতে বাধ্য হনু..তাহা হইলে সন্তাৰ ক্ষা করিয়া তর্ক করবেন। তিনি পৃথিবীতে কেবল শাত্তি ও প্রেম আনয়নে যত্নবান হইবেন। তিনি প্রকাগু ঈশ্বরোপাসনং এরূপে সম্পাদন কৰুিবেন যেকোন ধৰ্ম্মাবলম্বীর অপ্রীতিকর e হইবে না । তিনি যে কোন ধৰ্ম্মাবলম্বীদিগকে উপদেশ দিবেন, তাহাদিগকে দৈখাইয়া দিবেন যে, তাহার প্রচান্নিত ধৰ্ম্মই তাহাদিগের ধৰ্ম্মের সার ভাগ এবং তাহাদিগের খুর্গ প্রকৃতরূম ঐ ধৰ্ম্ম, কুর ঐ ধৰ্ম্মই পৃথিবীন্থ সকল ধর্মের ঐক্যঙ্গম। তিনি মহাদিগকে উপদেশ দিবেন, তাহাৰূিগেরই শাস্ত্র ইইতে বাক্য উদ্ধৃত করিয়া খৰ্ব-প্রেমও মানব-প্রেম বিষয়ে এরূপ উপদেশ দৱেন % uతాళా তাহ প্রফুল্ল ও সন্তুষ্ট চিত্তে গ্রহণ করিবে ।" তিনি কোম