পাতা:সাহানামা.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ご○○ সাহানান ন্দর কহিল আমার প্রাসফ্ধে এ জর্থে কেবল মন লিখিম৷ ছেল ইহা কহিয়া সেইখানে ঈশ্বরকে প্ৰণাম করিয়া রোদন করিতে ২ আসিয়া দেখেন পনরায় খেজর আসিয়াছে; তা" হীর সঙ্গে পুনর্বার অন্ধকারের মধ্যে চলিয়া কথক দুর গমন করিলে পৰ্বত হইতে এই শব্দ হইল যে কেহু এই পদ্বেতের প্রস্তর লইবে সে লজ্জিত হইবে যে না লইবে সেও লজ্জিত হইবে; সকল লোক এই শব্দ শুনিয়া পরম্পরকহিল এ প্রস্তর লওয়া ও না লওয়া ভূল্য লজিত হইতে হইবেক । এ অন্ধকার হইতে প্রাণ লইয়া জাওয়াই দুষ্কর পাথরের বোঝা বহনের আবিস)ক কিআছে; কেহু কহিল কিঞ্চিৎ লইয়া দেখা কন্তৰ্য। এই ৰূপ কেহু অধিক কেহুব অলপ লইল কেহু লইলন; পরে তথা হইতে কথক দর গিরা অমৃতকুণ্ড নাপাইয় পুনরায় আলোকে পেচিলেন। তখন হকিমের সেই প্রস্তর দেখিয় কহিলেন ইহার নাম এলাকুত সবজ অথাৎ পান্না? ইহা শুনিয়া সকলে খিদ্যমান হইল, ছেক ন্দর সেইস্থানে থাকিয়া বিশ্রাম করিয়া তথা হইতে যাত্ৰ করিয়া কথক দুর গিয়া এক নগর দশণ করত সেইস্থানে গমন করিলেন; তথাকার লোকেরা সৈন্যের কোলাহল শুনিয়া দেখিতে আইলে ছেকন্দর তাহারদিগকে নিকটেআনা ইয়া সমাদর পর্মক কহিলেন এ কোন দেশ এখানকার বাদ সাহ কে? তাহার কহিল এদেশের নাম বাখস্তর এখনেবাদ সাহ কিম্ব ব্রাজ্য কেহ নাই, আমরা কথক গুলিন সামান্য লোক এই দেশে বাস করি আমার দিগের এক উৎপাত উপ স্থিত হইযগছে, আপনি বদলাহ আমাদিগকে সেই স্বাপদ