পাতা:সাহানামা.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহনামা । ○》 ইতে ইরান ধনাঢ্য ও আবাদ ও নানা প্রকারে সুন্দর, এজন্য জ্যেষ্ঠপুত্র ছলম আপন অংশে সম্মত ন হইয়৷ মধ্যম ভ্রাতা জুর কেপত্র লিখিয় দূতদ্বারা পাঠাইল, ষে আৰাদ ও ঘনি পৈত্রিক রাজধানী ইরানদেশ তাহ পিত। অামারদিগের কনিষ্ঠভ্রাতা এর চকে দিলেন ও আর২ যে সকল দেশ মৰুভূমি ও পৰ্ব্বত বন জঙ্কল ও সৰ্ব্বদ। ভয় ও যুদ্ধবিগ্রহ সেই সকল দেশ অামারদিগকে দিয়া ছেন, আমি এ অংশে কোনমতে সম্মত নহি । তোমার কি মভ তাহা লিখিবা,তুরের নিকট এই পত্র পৌছিলে সে পাঠ করিয়া হর্ষহইয়া দূতকে কহিল যে আমরা দুই জন একত্র হইয়া এরচকে নষ্ট করিৰ কিন্তু একখ। পিতাকে প্রথম জ্ঞাত করা উচিত, যদি যথার্থ অংশকরিয়া দেন, ছলমকে এই রূপ পত্র লিখিল ষে এই সকল কথা লিখিয়৷ এই সূতকে পিতার নিকটে পাঠাইয়া দেও, অামারদিগের মানস পিতা জ্ঞাত্ত হইয়া যেমত বিবেচন। করেন সেই মত করা যাইবেক, ছলম জুরের প্রতি উত্তর লিপি পাইয়াসেই সূতকে ফরেস্ট্রর নিকট ঐ সকল বৃত্তান্ত কহিয়৷ পাঠাইল, দূত ফরেষ্টুর নিকটে উপস্থিত হইলে তাহাকে জিজ্ঞাসা করিলেন যে পূপ্রের। কেমন আছেন, দূত আপনার ও তাহার দিগের প্রণাম জানাইয়। কহিল যে বাদলাহর আশীবাদে সকলে স্বচ্ছদে আছেন, পরে দূত কহিল হে বাদমাছ আমি তাহারদিগের নিকট হইতে কোন সংবাদ জানিয়াছি আপনার বিন! আজ্ঞাতে আমি কহিতে অশক্ত যদি আমার অপরাধ মাৰ্জ্জন করেন তৰে নিবেদন করি। করেদু কৰি দূতের অপরাধ নাই তোমাকে তাহার বেমত আজ্ঞা করিয়াছেন ত্বাহ নিবেদন করছ, তখন नूड পূৰ্ব্বোক্ত কথা সকল বিস্তারিত করিয়া কহিল তাৰ শুনিয়া করে ক্রুদ্ধ হইয়। সুতকে কহিতে লাগিলেন যে আমি তাহারাদগকে আপন রাজ্য অংশ