পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3% ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর રા عttaght ( r Rا۰* بالا 6 (چها ২৬। বিজ্ঞাসাগর চরিভ (স্বরচিত)। সেপ্টেম্বর ১৮৯১ ২৭। ভূগোলখগোলবৰ্ণনম্। এপ্রিল ১৮৯২ (খ) বেনামী রচনা বিধবা-বিবাহের শাস্ত্রীয়তা ও বহুবিবাহের অশাস্ত্রীয়তা প্রমাণ করিয়া বিদ্যাসাগর বাংলায় চারিখানি পুস্তক প্রকাশ করিয়াছিলেন। এগুলি প্রচারিত হইবার পর হিন্দুসমাজে তুমুল আন্দোলন উপস্থিত হয়। পণ্ডিত-মহল হইতে অনেকে তাহার প্রতিবাদ করিয়াছিলেন। এই সকল প্রতিবাদের উত্তরে বেনামীতে কয়েকখানি পুস্তক প্রচারিত হইয়াছিল এবং সেগুলির রচয়িত যে বিদ্যাসাগর স্বয়ং, এরূপ প্রসিদ্ধিও চলিয়া আমিতেছে । পুস্তকগুলি — ১। অতি অল্প হইল। (৫ মে ১৮৭৩)। ২। আবার অতি অল্প হইল। ( ৭ সেপ্টেম্বর ১৮৭৩)। ৩। ব্রজবিলাল। ( ৩ নবেম্বর ১৮৮৪)। ৪। বিধবাবিবাহ ও যশোহর-হিন্দুধৰ্ম্মরক্ষিণী সভা (১১ 救 নবেম্বর ১৮৮৪)। ২য় সংস্করণে ইহার নামকরণ হয় ‘বিনয় পত্রিকা । ৫ । রত্নপরীক্ষণ। ( ১৯ আগস্ট ১৮৮৬)। ইহার প্রথম তিনখানি "কস্তচিৎ উপযুক্ত ভাইপোষ চতুর্থখানি ‘কস্যচিৎ তত্ত্বাম্বেষিণঃ’ এবং পঞ্চমখানি "কস্যচিং উপযুক্ত ভাইপোসহচরন্ত” প্রণীত। অন্তলীন প্রমাণের সাহায্যে এই বেনামী পুস্তকগুলি বিদ্যাসাগর মহাশয়ের রচিত মনে করা অসঙ্গত নহে।