পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鹦越岛 দীনবন্ধু মিত্র লাজেতে জামাই সব বেছে বেছে খায়। একে বা ঠকিয়ে যায় আরে বা ঠকায়। জামাই ঘেরিয়ে বসে স্বলোচনাগণে। পয়ে সহ মধুফুল দিয়েছে যতনে। চতুর চতুরে কথা কৌতুক কৌশলে। খেতে খেতে কত কথা কত জনে বলে ৷ কেহ বলে উপরোধে ঢেকি গেলে লোক । পার না কি খেতে তুমি দুদ এক ঢোক । অধরে অম্বর দিয়া কহিছে শালাজ । গোটা কত মিঠে অঁাব খাও ত্যজে লাজ । নাগর হাসিয়া বলে, আর খেতে নারি। উপরোধে ভাল চু্যত দিলে নিতে পারি। চতুরা রমণী সেই বুঝিল আভাস। দিতে পারি মনোমত কিন্তু ভাহে আঁশ । কি জানি মুকুতা-দাতে যদি লেগে যায় । ব্যাঘাত হইবে শেষ আসার আশায় ৷ নাগর কহিছে সব তোমারি ত হাত । নি-আঁশ বাছিয়া দিলে রক্ষা পাবে দাত । ঈষৎ হাসিয়া কহে শালাজ তখন। অরসিক তুমি তাই বলিলে এমন । যাহা তুমি ডান হাতে করেছ গ্রহণ। নিজাশ ও ভাব দেখ মেলিয়ে নয়ন। পড়িল খুসির হাসি শশিমুখী-দলে। থতমত খেয়ে কান্ত কিছু নাহি বলে।