পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ឆែ្ក ក្អ なbr)8-&bャ● বংশ-পরিচয় ; বিড়াশিক্ষা ধির মিত্র হুগলী জেলার হরিপাল থানার পানিলেওলা গ্রামের *罵 তিনি কলিকাতায় আসিয়া ১৭৯৪ খ্ৰীষ্টাব্দে নিমতলাঘাট ষ্ট্রীটে এক খণ্ড জমি ক্রয় করেন ; কিছু দিন পরে এইখানেই র্তাহার বসতবাটী নিৰ্ম্মিত হয়। নিমতলাঘাট ঠাঁটে, ঠিক ষ্টাও রোডের জংসনে, তাহার প্রতিষ্ঠিত জোড়া শিবমন্দির এখনও বিদ্যমান। গঙ্গাধর হাটখোলার ধনকুবের মদনমোহন দত্তের কন্যাকে বিবাহ কঠিয়াছিলেন। গঙ্গাধরের তিন পুত্র। জ্যেষ্ঠ রামনারায়ণ পাশ্চাত্তাভাবাপন্ন ছিলেন ; কোম্পানীর কাগজ, ছণ্ডী প্রভৃতির ব্যবসায়ে তিনি প্রচুর ধনেপোর্জন করিয়াছিলেন। রামনারায়ণের পাঁচ পুত্রের মধ্যে চতুর্থ প্যারীচাঁদ ও কনিষ্ঠ কিশোরীচাদের নাম বঙ্গদেশে সুপরিচিত। ১৮১৪ খ্ৰীষ্টাব্দের ২২এ জুলাই (৮ শ্রাবণ ১২২১ ) কলিকাতায় প্যারীচাদের জন্ম হয়। তিনি শৈশবে গুরু মহাশয়ের নিকট বাংলা এবং মুনশীর নিকট ফাসী শিথিয়াছিলেন। ৭ জুলাই ১৮২৭ তারিখে তিনি ইংরেজী শিক্ষালাভের জন্য হিন্দুকলেজের একাদশ শ্রেণীতে প্রবেশ করেন। ঠিক কত দিন হিন্দুকলেজে ছিলেন, তাহা জানা যায় নাই। তবে তিনি জ্ঞানবীর ডিরোজিওর নিকট পড়িয়া থাকিবেন; কারণ,