পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- >ன் বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 鶯 এই কালে খুব ভূগিয়াছিলেন। ১৮৮৫ খ্ৰীষ্টাৰ্থ বঙ্কিমচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সভ্য হইয়াছিলেন। এই সময়ে প্রচারে' র্তাহার ‘কৃষ্ণচরিত্র ধারাবাহিক ভাবে বাহির হইয়া ১৮৮৬ খ্ৰীষ্টাম্বের ১২ আগষ্ট তারিখে পুস্তুকাকারে প্রকাশিত হয় ७ष हेक्षित, 'श्नंनाङ्कौश्,' 'ब्राक्षादानै' स'द्राजनिईgरुङ 'श्य क्रूय ऐनछन' नात्र बांश् िझ। प्रेक्बष्ठ stश्वद्र ‘करंडागर्थर, भ्ष छांश्रृं' छैशंद्र जणांननांङ्ग ४४४४ ॐोटेशिद्ध cश्रयग्न शिक डब्लिशिंङ শ্ৰীক্ষতি ও বনিক প্রবন্ধগতি ইয়া প্রকাশিত : হইয়াছিল। ১৮৮৫ খ্ৰীষ্টাম্বের সেপ্টেম্বর মাসে ‘কমলাকাস্তের দপ্তরের দ্বিতীয় পরিবর্তিত সংস্করণ ‘কমলাকাস্ত' নামে প্রকাশিত হয়। ১৮৮৭ খ্ৰীষ্টাবে সীতারাম ও বিবিধ প্রবন্ধ, প্রথম ভাগ পুস্তকাকারে বাহির হয়। ১৮৮৭ খ্ৰীষ্টাব্দের জানুয়ারি মাসে বঙ্কিমচন্দ্র কলিকাতা মেডিক্যাল কলেজের সম্মুখস্থ প্রতাপ চাটুজ্জের গলিতে একটি বাটা খরিদ করিয়া সেখানেই বাস করিতে থাকেন। তখন তিনি হাবড়ায় ডেপুটি ছিলেন ; ১৮৮৭ খ্ৰীষ্টাব্দের মে মাসে তিনি মেদিনীপুর যান। তৎপূৰ্ব্বে ৬ মাসের *ছুটি লইয়া তিনি বিশ্রাম ও হৃত স্বাস্থ্য লাভের চেষ্টা করেন। ১৮৮৭ খ্ৰীষ্টাব্দের ৯ মার্চ তারিখে তিনি জ্যেষ্ঠ ষ্ঠামাচরণ ও সীবচন্ত্রের সঙ্গে উত্তর-ভারত পরিভ্রমণে যাত্রা করেন। মির্জাপুর, বিষ্কাস, কাশী, আগ্রা হইয় তাহারা মথুরা-বৃন্দাবন অবধি গিয়াছিলেন। মুম্বায় জ্যেষ্ঠের সহিত সঞ্জীব ও বঙ্কিমের মনোমালিন্ত হওয়াতে তিনি এক জয়পুর চলিয়া যান। বঙ্কিম ও সঞ্জীবচন্দ্র এলাহাবাদে ফিরিয়া আসেন। ১৮৮৭ খ্ৰীষ্টান্ধের ২৭ মার্চ তারিখের সন্ধ্যায় এলাহাবাদে খসরুবাগে তাহাকে লইয়া একটু সাহিত্য-ভ হয়। প্রাচর বৰ্যোপাধ্যা সেই সভা উপস্থিত