পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্জাবলী কছু কুঞ্জে গিয়ে " রিঙ্গে কিয়ে স্কুখ কলকলে যেন গান স্থলে জন মন কথা কহে। অসীম অম্বর, অগাধ সাগর, - আঁধার পাতালতল, প্রমোদ কানন, নাটনিকেতন, ভয়ানক রণস্থল | নাহি হেন ঠাই, যথা গতি নাই, সকল স্থানেতে থাকি ; যখন যথায়, সাজায় তাহায়, তুলি দিয়ে যেন আঁকি। যদিও অবাধে আপনার সাধে কবির অস্তুর ধায়, তবু বাধা আছে আপনারি কাছে, আপনি ঠেকিয়ে যায়। এই ধরাতলে এক ভাবে চলে • হেন দশা কোন নাই, বুঝি এ মেলায় সকল দশায় নবতা বিধান চাই। • ११