পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| § gামাচরণ শৰ্ম্ম সরকার w জাতি-ধুমতান্ত। ইনি রুপাপরবশ হইয়া বিনা পাপ্রিমিকে গমাচরণকে বিস্ত দান করিয়াছিলেম | প্তাহার নিকট খামাচরণ প্রায় ছয় বৎসর মনোযোগ সহকারে ফার্স অধ্যয়ন করেন। খামাচরণ এই সময়ে রামতত্ব লাহিড়ীর সহিত পরিচিত হইয়ছিলেন। রামতন্ত্র মাঝে মাঝে কলিকাতা হুইতে পিয়ালয় কৃষ্ণনগরে ফাইতেন। কর্মজীবন সাংসারিক অভাব-অনটনের জন্য শুীমাচরণকে জীবিকা-অন্বেষণে কলিকাতা চুটিতে হইল। তিনি তথায় পিতৃবন্ধু রীড সাহেবের শরণাপন্ন হন। রীড তাহাকে মাসিক ১০ বেতনে নিজ মুর্শীর পদে নিযুক্ত করেন। কিছু দিন পরে, রীড সাহেবের একটি মকদ্দমায় পাছে মিথ্যা সাক্ষ্য দিতে হয়, এই ভয় শুমাচরণ এই চাকুরিটি ছাড়িয়া দিতে বাধ্য হইয়াছিলেন। এদিকে পূৰ্ণয়ার মাসিক ১০ বৃত্ত্বিও কোন কারণে কিছু দিন পূৰ্ব্বে বন্ধ হইয়া গিয়াছিল। গুমাচরণ বিষম সঙ্কটে পড়িয়া পূৰ্ব্বপরিচিত বন্ধু রামতনুর পটলডাঙ্গার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। ষ্ঠার নিকট সকল কথা শুনিয়া সহৃদয় রামত বন্ধুকে বিপদে আশ্রয় ফুিলন। রামতনুবাবুর আশ্রয়ে থাকিয়া হামাচরণ দুই বৎসর কাল জীৰিকা অর্জনের জন্ত কিরূপ প্রাণপাত পরিশ্রম করিয়াছিলেন, তাহা গুহার চরিতকারের ভাষায় বর্ণনা করিতেছি – 3. ക് যখন তিনি রামত বাবুর নিকটে অবস্থান করেন, সেই সময়েই ভারত-প্রসিদ্ধ রামগোপাল ঘোষ মহাশয়ের সহিত তাহার আলাপ পরিচয় হয়। রামগোপাল বাৰু বন্ধু চেষ্টা করিয়া জোজেফ কোম্পানির আপিষের অধ্যক্ষ জোজেফ সাহেবকে ছিঙ্গি পড়াইবার জন্য হামাচরণ বাবুকে মাসিক ২০ টাকাবেতনে নিযুক্ত কবিয়া দেন।