পাতা:সাহিত্য সার .djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br সাহিত্যসার । বায়ুর ভারের মমান, সেই মেঘ"সেই স্থানে অবস্থিত থাকে। পরে কোন হেতুবশত: শীতল হইলেই, ঘনীভূত ও ভারাক্রান্ত হইয়া জলধারারূপে পৃথিবীতে পতিত হয়, ইহাকেই বৃষ্টি কহে । অতএব বৃষ্টির নিয়ম অতি সহজ । ইহা জানিবার নিমিত্ত অধিক আয়াস আবশ্যক করে না । সমুদ্র ও জলাভূমি হইতে অধিক বাষ্প উত্থিত হয় । এই নিমিত্ত সেই সেই স্থানে ও তাহার সমীপবৰ্ত্তী প্রদেশে অধিক বৃষ্টি হইয়া থাকে। পৰ্ব্বতশিখর অপেক্ষাকৃত শীতল, অতএৰ যে সকল মেঘ চলিতে চলিতে পৰ্ব্বতশিখরে গিয়া অবস্থিত হয়, তাহা শীতে ঘনীভূত হইয়া জল হইয়া পড়ে । এই মিমিত্ত পৰ্ব্বতেও অধিক পরিমাণে জলবর্ষণ হইয়া থাকে । যে পৰ্ব্বত সমুদ্রের সমীপবৰ্ত্তী, তাহাতে সৰ্ব্বাপেক্ষা অধিক বর্ষণ হয়, এবং যে পৰ্ব্বত সমুদ্রতট হইতে দূরবর্তী, ভাষাতে তদপেক্ষ অনুভৱ বৃষ্টিপাত হয় । বায়ুপ্রবাহের ইউরৰিশেষ দ্বারা বৃষ্টিপাত্তেরও অনেক ইতৱ ৰিশেষ হইরা থাকে । ভারতবর্ষের দক্ষিণ দিকে সমুদ্র, এ নিমিত্ত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রভৃতি যে কয়েক মাস দক্ষিণ দিক অথবা দক্ষিণ-পশ্চিম কোণ হইতে বায়ু বহিতে থাকে, সেই সেই মাসে উল্লিখিত সমুদ্র হইতে উৎপন্ন মেঘসমুদায় ঐ ৰাষ্ট্রসহকারে সঞ্চারিত হইয়া ভাৱতভূমির উপর প্রচুর বারিবর্ষণ করে। এই প্রৰল বায়ু কয়েক মাস প্রবাছিত থাকাতে छाबछदtवइ बर्षाकाण, तो७, बगछ औश्रानि शङ्कब्र नTाब्र, ७क