পাতা:সাহিত্য সার .djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'éy সাহিত্যলার । এক নিরঞ্জন পরব্রহ্মের উপাসনা লোৰে করিয়া থাকেন, স্তৰে কিরূপে কছেন যে তাবৎ পৃথিবীর মতের বহির্ভূত এই ব্রহ্মোপাসনার মত হয়। আর পূৰ্ব্বেও পণ্ডিতেরা যদি এই মতকে কেহো না জানিতেন এবং উপদেশ না করিতেন, তবে ভগবান বেদৰ্যাস এই সৰল স্বত্র কিরূপ করিয়া লোকের উপকারের নিমিত্ত প্রকাশ কৰিলেন, এৰং বশিষ্ঠাদি আচার্য্যের কি প্রকারে এইৰূপ ব্রহ্মোপদেশে প্রচুর গ্রন্থ প্রকাশ করিয়াছেন। তৰে আমি যাহা না জানি সে বস্তু অপ্রসিদ্ধ হয়, এমত নিয়ম আদি করম্ব তবে ইকার উত্তর নাই। এতদেশীয়েয়া যদি অনুসন্ধান জার দেশভ্রমণ করেন, তবে কদাপি এসকল কথাতে ষে পৃথিৰীয় এবং সকল পণ্ডিতের মতের ভিন্ন হয় এমত ৰিশ্বাস করি, ৰেন না। আমাদিগের উচিত যে শাস্ত্র এবং বুদ্ধি উভয়ের নিদ্ধারিত পথের সব্বথা চেষ্টা করি এবং ইহার অবলম্বন করিয়া ইছ লোকে পর লোকে কৃতাৰ্থ হই।