পাতা:সাহিত্য সার .djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

越場* সাহিত্যসার । কৱিতে লাগিলেন, এষ্ট সময়ে ধান্য নগর হইতে মাধবদাসের আত্মীয় পরিবারাদির আগমন হইল এবং জ্ঞাতিকুটুম্বেৱাণ্ড ক্রমে কমলপুরে আইলেন। অনস্তর এক দিবস মাধবদাসের গুরু পুরোহিত একত্র হইরা পরামর্শ করিলেন, মাধবদাস কমলপুরে রাজা হুইয়াছেন, তাহার আত্মীয় পরিবার জ্ঞাতি কুটুস্বেরাও সেই স্থানে গেলেন, তবে আমরা ধান্য নগরে কি অবলম্বনে রহিলাম, চল কমলপুরে গমন করিয়া তাহার সহিত সাক্ষাৎ করি, তিনি অবশ্য আমাদিগকেও নিকটে রাখিবেন । এই পরামর্শ করির গুরু পুরোহিত কমলপুরে গমন করিলেন, কিন্তু তৎকালীন মাধবদাসের দ্বারে অনেক দ্বারী ছিল, তাহারা বিদেশীয় লোক, সংস্কৃত ভাষার কিছুই জানে না, তথাচ ঐ গুরু পুরোহিত সংস্কৃত ভাষার কছিলেন, “ রাজাকে সমাচার বল, ধান্যনগর হইতে গুরু পুরোহিত আসিরাছেন ৷ ” দেীবারিকদিগের নিকট বারম্বার এই কথা ৰলেন, তাহারা তাহা বুঝতে পারে না অতএব দেীবারিকের মহা বিরক্ত হইয়া ভাবিতে লাগিল, রাজার নিকট সমাচার না দিলে তাহাদিগের দও হইবে, অতএব এক ব্যক্তি ঐ কথা শুনিয়া রাজসমীপে বলিতে গেল, কিন্তু যাইতে যাইতে আমুপুৰ্ব্বিক ভূলিয়া গিয়া হিনী ভাষায় কহিল, মহারাজ গুরুমগর হইতে ধান্য আসিয়াছে, কি আজ্ঞা হৱ । রাজা ভাবিলেন র্তাহার এক গ্রামের নাম গুরূনগয় বটে, সেই স্থান হইতে ধান্য আসিয়া থাকিবে, অতএব কহি লেন, ধান্য নিয়া গোলায় রাখ, পরে বিবেচনা হইবে । এই