পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। Ye? চৰ্ম্মটি প্রার্থনা করিলেন। ইহাতে আমরা সীতার কোনও দোষ দেখিতে পাইতেছি না। কিন্তু এই ঘটনাটি হইতে সীতার যে দুরবস্থা সমূৎপন্ন হইয়াছিল, তাহ স্মরণ করিয়াই একবার বলিতে ইচ্ছ। হইতেছে যে, সীতা স্ত্রীর কর্তব্যসম্বন্ধে বাহ বলিলেন, তাহা যদি श्रख्ऊ: ७ई cऋख७ शंॉलन कब्रिाउन, ७ांश झहेtण झग्नङ उँींशंद्र অদৃষ্টে এত দুঃখভোগ ঘটিত না। - সে যাহাহউক, প্রিয়তম জানকীর এই আগ্রহপূর্ণ প্রার্থনা শ্রবণ করিয়া রাম অতিশয় আনন্দিত হইলেন। তিনি লক্ষ্মণকে বলিলেন যে, মৃগ যদি সত্য সত্যই মৃগ হয়, তবে তিনি তাহাকে জীবন্ত ধরিয়া অথবা তাহার মনোহর চৰ্ম্ম আনিয়া জানকীর প্রার্থনা পূর্ণ করবেন। আর সে যদি কোন মায়াবী রাক্ষস হয়, তবে তাহাকে বধ করাই কৰ্ত্তব্য । এই বলিয়া রাম হস্তে ধমুৰ্ব্বাণ লইলেন। রাক্ষসগণের সহিত রামের সম্প্রতি বিরোধ উপস্থিত হইয়াছে, তাই তিনি যাইবার সময় লক্ষ্মণকে জানকীর সহিত কুটীরে গমন করিয়া সতর্কে অবস্থান করিতে বলিলেন। লক্ষ্মণ জানকীকে কুটীরে একাকিনী রাখিয়া যেন কোথাও গমন না করেন। লক্ষণ জ্যেষ্ঠের আদেশে তৎক্ষণাৎ দেবী জানকীর সহিত কুটীরে প্রবেশ করিলেন। চৰ্ম্মের জন্য মৃগকে কেবল বধ করিবার অভিলাষ থাকিলে, রাম সেই স্থান হইতেই শরনিক্ষেপ করিয়া তাহার প্রাণ সংহার করিতে পারিতেন । কিন্তু সীতার মনস্তুষ্টির নিমিত্ত তিনি তাহাকে জীবিত অবস্থায় ধরিতে সমুৎসুক হইয়াছিলেন। মৃগ রামকে ধনুৰ্ব্বাণহন্তে আসিতে দেখিয়া পলায়নপর হইল। কখন সে রামের অতিশয় সন্নিহিত হইয় তাহাকে প্রলোভিত করিল, কখনও বা সহসা বহুদূরে চলিয়া গেল। এইরূপে মৃগের অনুসরণ করিতে করিতে, রাম আশ্রম হইতে বহুদূরে আসিয়া পড়িলেন; তখন কেমন একপ্রকার সঙ্গেহ