পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। “e श्रांकग्नर्ण cनथिब्रां नैौडी उँीशङ्ग नाथूठांनन्नरक भांङ्ग१ जtनाइटक भरमांমধ্যে প্রশ্রয় দিলেন । হায়, সহস্ৰ সহস্ৰ বৎসর পরেও আজ এই কথা স্মরণ করিতে আমাদের হৃদয় বিদীর্ণ হইতেছে। সীতা স্ত্রীজনোচিত দুৰ্ব্বলতাবশতঃ স্বামীর আশঙ্কিত বিপৎপাতে একেবারে কাগুজ্ঞানশূন্ত হইয়া সহসা দেবর লক্ষ্মণের গুণগ্রাম ভুলিয়া গেলেন, এবং তাছাকে স্বামীর স্নেহশূন্ত বৈমাত্রের ভ্রাতামাত্র মনে করিয়া অবজ্ঞা করিতে লাগিলেন। লক্ষ্মণকে অবিচলিত ও নিশ্চিন্ত দেখিয়া জানকী রোষারুণনেত্রে কঠোর বাক্যে কহিলেন “নৃশংস, কুলাধম, তুই অতি কুকাৰ্য্য করিতেছিল; বোধ হয় রামের বিপদ তোর বিশেষ প্রতিকর হইবে, । তন্নিমিত্ত তুই তাহার সঙ্কট দেখিয়া ঐরূপ কহিতেছিল। তোর দ্বারা যে পাপ অনুষ্ঠিত হইবে, ইহা নিতান্ত বিচিত্র নহে; তুই কপট কুর ও জ্ঞাতিশত্রু। হ্রষ্ট, এক্ষণে তুই ভরতের নিয়োগে, বা স্বয়ং প্রচ্ছন্নভাবেই হউক, আমার জন্য একাকী রামের অনুসরণ করিতেছিল। কিন্তু তোদের মনোরথ কখনই সফল হইবার নহে। এক্ষণে তোর সমক্ষেই আমি প্রাণত্যাগ করিব ; নিশ্চয়ই কহিতেছি, আমি রাম বিন। ক্ষণকালও এই পৃথিবীতে জীবিত থাকিব না।” (৩,৪৫) পাঠকপাঠিকাগণ, আপনার কি এই দুখুৰ্থী সীতাকে ইতঃপূর্বে আর কখনও কোথাও দেখিয়াছেন ? হায়, দুষ্ট সরস্বত কি সীতার কণ্ঠে বসির তাছাকে এই ঘৃণিত অযশষ্কর ও নীচ বাক্যগুলি উীর্ণ করাইল ? উক্ত কথাগুলি উচ্চারণ করিতে করিতে উন্মাদিনী সীতার জিহা শতধা বিদীর্ণ হইল না কেন ? সীতা স্বৰ্গরাজ্যে বিচরণ করিতে করিতে কি একেবারে নরকের মধ্যে নিপতিত হইলেন? দেবর লক্ষ্মণের সাধুতাসম্বন্ধে সীতার সন্দেহ ? যিনি সমস্ত আত্মমুখ বিসর্জন করিয়া একমাত্র ভ্রাতৃপ্রেমের বশবৰ্ত্তী হইয়াই জটাবস্কল ধারণপূৰ্ব্বক অরণ্যে জ্যেষ্ঠের অনুসরণ করিতেছেন, যিনি বনবাসের প্রারম্ভ হইতে