পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। ᎼᎼ☾ রাবণ সীতার অনন্তপরায়ণতা দেখিয়া ক্রোধে অধীর হইল । সে সীতাকে তখন বশতাপন্ন করা অসম্ভব বিবেচনা করিয়া মনে করিল যে, এই দুষ্টাকে কখনও ভয়প্রদর্শন এবং কখনও বা প্রবোধ বাক্যদ্বার, বস্তকরিণীর ন্যায়, বশীভূত করিতে হইবে। এইরূপ চিন্ত৷ করিয়া রাক্ষস সীতাকে ভয়প্রদর্শনপূর্বক কহিল “সীতে, শুন, আমি আর দ্বাদশ মাস প্রতীক্ষা করিব। তুমি যদি এতদিনে আমার প্রতি অনুকুল না হও, তবে পাচকেরা তোমাকে প্রতভোজনের জন্ত . খণ্ড খণ্ড করিয়া ফেলিবে।” (৩৫৬) এই বলিয়া রাবণ বৃক্ষলতশোভিত বিহঙ্গমপরিপূর্ণ মনোহর অশোককাননে সীতাকে লইয়া যাইতে রাক্ষসীগণের প্রতি আদেশ প্রদান করিল। সীতাও ভয়শোকে বিহ্বল হইয়। রামলক্ষ্মণের চিন্তায় সেই অশোককাননে জীবন্ম তার স্থায় দিনযাপন করিতে লাগিলেন।)