পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ v সীতা । বিশ্বামিত্র যজ্ঞস্থলে আগমন করিয়াছেন। তৎক্ষণাৎ তিনি পুরোহিতগণকে অগ্রে লইয়া অর্থহন্তে মহৰ্ষির প্রত্যুদগমন পূর্বক তাহাকে পূজা করিলেন এবং তাহার আগমনে আপনাকে সৌভাগ্যবান মনে করিয়া ষথেষ্ট আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। মহর্ষি বিশ্বামিত্রও যথাক্রমে সকলের কুশল জিজ্ঞাসা করিয়া আহলাদসহকারে সহচরবর্গের সছিত জনক প্রদত্ত আসনে মুখে উপবেশন করিলেন। অনন্তর রাজর্ষি জনক সেই সহচরগণের মধ্যে অসি তৃণও শরাসনধারী দুইটি বীর যুবককে দেখিতে পাইয়া অত্যন্ত বিস্থিত হইলেন। শাৰ্দ্দলের স্থায় তাহদের বিক্রম, মত্তমাতঙ্গের স্তায় তাহদের গতি এবং দেবতার ন্যায় তাহাদের রূপ। তাছাদের সুকোমল অঙ্গে যৌবনশোভার আবির্ভাব হইয়াছে, দেখিয়া বোধ হইল যেন দু্যলোক হইতে দুইটি দেবতা যকৃচ্ছাক্রমে ভূলোকে অবতীর্ণ হইয়াছেন। স্বৰ্য্য ও চন্দ্র যেমন গগনতলকে মুশোভিত করেন, সেইরূপ কুমারদ্বয়ও সেই প্রদেশকে যারপরনাই অলস্কৃত করিয়াছিলেন। উভয়ের আকার ইঙ্গিত ও চেষ্টায় বিলক্ষণ গোঁসাগু দেখিয়া রাজর্ষি বিনীতভাবে বিশ্বা- . মিত্রকে জিজ্ঞাসা করিলেন, “তপোধন, আপনার সহচরবর্গের মধ্যে যে এই দুইটি কুমারকে দেখিতেছি, ইহার কাছার পুত্র ? কি জন্যই बा हेईब्रां uहे झूर्शमश्रणं *ांलकां८ब्र श्रांश्रजन कब्रिप्शन ? जांभंनि সবিশেষ বলুন, ইহা শুনিতে আমার একাত্ত কৌতুহল হইতেছে।” : তখন মহর্ষি বিশ্বামিত্র জনকের প্রার্থনায় সঙ্গত হইয়া স্বত্বমধুর द्मएका छैकरतब विदइनं कौर्डन कब्रिरङ गाभिएनन। ब्रांबवेिं जनक সকলের সহিত তাং শ্রবণ করিয়া হর্ষ ও বিস্ময়ে জীঃত হইলেন। _,