পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । »ቶ¢ সেই কপিরাজেরই শরণাপন্ন হইতেছেন। সৌভাগ্যক্রমেই র্তাহার। মহাবীর হনুমানের দর্শন পাইলেন । इन्सान शश्वरभद्र निकप्ने ठाशरमब्र दूखांख् अवशङ इहेब्रां ऊँशদিগকে সমুচিত আশা ও উৎসাহ প্রদান করিলেন, এবং বীরকেশরী সুগ্ৰীবের অশেষ গুণকীর্তন করিতে লাগিলেন। অনস্তর তিনি ভ্রাতৃস্বয়কে সঙ্গে লইতে অভিলাষী হইয় তাহাদিগকে পৃষ্ঠে আরোপণ পূৰ্ব্বক ঋষ্যমূক পৰ্ব্বতে উপনীত হইলেন। হনুমানের মুখে রাম লক্ষ্মণের সবিশেষ পরিচয় পাইয়া সুগ্ৰীব পুলকিতমনে রামকে সম্বোধন করিয়া কছিলেন “রাম, হনুমানের নিকট তোমার গুণগ্রাম প্রকৃতরূপে শ্রবণ করিয়াছি। তুমি তপোনিষ্ঠ ও ধৰ্ম্মপরায়ণ ; সকলের উপর তোমার বাৎসল্য আছে । আমি বানর ; তুমি আমার সহিত বন্ধুতা ইচ্ছা করিতেছ, এই আমার পরম লাভ, এই আমার সম্মান। এক্ষণে আমার সহিত মৈত্রীস্থাপন যদি তোমার প্রীতিকর হইয় থাকে, তবে আমি এই বাহু প্রসারণ করিলাম, গ্রহণ কর এবং অটল প্রতিজ্ঞায় বদ্ধ হও।” (৪৫) রাম আনন্দিত মনে মুগ্ৰীবের হস্ত গ্রহণ করিয়া তাহাকে আলিঙ্গন করিলেন। ঐ সময়ে হনুমান দুই থও কাঠ ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন পূর্বক পুষ্পম্বারা তাহ অৰ্চনা করিলেন, এবং বন্ধদ্বয়ের মধ্যস্থলে তাহ রক্ষা করিলেন। রাম ও স্বগ্রীব উভয়ে সেই প্রদীপ্ত অনল প্রদক্ষিণ করিয়া প্রতিভরে পরস্পরকে অবলোকন করিতে লাগিলেন। অনন্তর সুগ্ৰীব শালবৃক্ষের এক পত্রবহুল কুমুমিত শাখা ভগ্ন করিয়া তদুপরি রামের সহিত উপবিষ্ট হইলেন ও নানাপ্রকার মুখ হুঃখের কথা কহিতে লাগিলেন। লীত আকাশ বা রসাতলেই থাকুন, স্বগ্রীব তাছাকে আনয়ন করিয়া রামের হস্তে সমর্পণ করিবেন। রামচন্দ্র বিষাদ ও শোক পরিত্যাগ করুন। মুগ্ৰীব বাহা প্রতিজ্ঞ