পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s- সীতা । जभ*१ कब्रिटणन । cणांकांडिब्राम कूभांब्रषद्र चांभर्नांzशब्र लांखचडांव ও অনুপম সৌন্দৰ্য্যদ্বারা সাধারণের প্রতিবর্ধন করিতে করিতে পাদচারেই আমার সহিত গমন করিতে লাগিলেন। পথিমধ্যে কোথাও মনোহর কানন, কোথাও পুণ্যসলিল নদী, কোথাও বা রমণীয় আশ্রম দর্শন পূর্বক রাম তাহাদের বৃত্তান্ত শ্রবণ করিবার নিমিত্ত একাত্ত কৌতুহল প্রকাশ করিতে লাগিলেন, আমিও স্বমধুর বাক্যে তাহাদের পুরাবৃত্ত কীৰ্ত্তন করিতে করিতে কুমারদ্বয়ের পথশ্রাস্তি দূর করিতে লাগিলাম। কিন্তু পত্রদলশোভিত নবীন কদলীবৃক্ষ দারুণ আতপতাপে যেমন পরিমান্ন হয়, সেইরূপ পথশ্রম ও ক্ষুৎপিপাসায় পাছে ইহঁরা অতিশয় কাতর হইয় পড়েন, এই নিমিত্ত আমি সরয়ুতীরে ইহঁাদিগকে বলা ও অতিবল নামী দুইটি বিদ্যা প্রদান করিলাম। তাহাদের প্রভাবে ইহার কুৎপিপাসাবিরহিত হইয়া মুখে বিচরণ করিতে পারিবেন। “অনস্তর পবিত্রসলিল জাহ্নবী সমুত্তীর্ণ হইয়া আমরা জনসঞ্চারশূন্ত এক ভীষণ অরণ্য দেখিতে পাইলাম। সেই বন নিরস্তর শিল্পীরবে পরিপূর্ণ এবং ভয়াবহ শ্বাপদকূলে সমাকীর্ণ। তাহার মধ্যে কোথাও নানাপ্রকার বিহঙ্গ ভয়ঙ্করস্বরে অনবরত চীৎকার করিতেছে, কোথাও বা সিংহ ব্যাস্ত্র বরাহ ও হস্তী সকল ইতস্ততঃ ধাবমান হইcख्रश् । उज्जकानाहौ cषाब्रननंना ७रू রাক্ষসী সেই অরণ্যে বাস করিত। তাহার দেহে সহস্র মাতঙ্গের বল ছিল এবং সে মহর্ষি অগস্ত্যের শাপে দারুণ রাক্ষসরূপ পরিগ্রহ করিয়া তাহারই মনোরম আশ্রম ধ্বংস করিয়াছিল। তাহার ভয়ে পথ জনশূন্ত ও তাহার উৎপীড়নে প্রাণিকুল জর্জরিত হইয়াছিল । আমি সেই রাক্ষসীর সবিশেষ বৃত্তান্ত কীৰ্ত্তন করিয়া তাহার বিনাশের নিমিত্ত রামকে প্রোৎসাহিত করিতে লাগিলাম। রামও লোকহিতার্থ তাহার বিনাশসাধনে