পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । ›ዌፃ: লক্ষ্মণ তারার সহিত অন্তঃপুরে প্রবিষ্ট হইয়া সুগ্ৰীবকে দর্শন করিলেন এবং তাছাকে বিলাসমগ্ন দেখিয়া যার পর নাই তিরস্কার করিলেন। রাম বালীর বধসাধন করিয়া স্বগ্রীবকে রাজ্যস্ত্রী প্রদান করিয়াছেন ; কিন্তু আক্ষেপের বিষয় এই যে মুগ্ৰীব অক্কতজ্ঞের ন্যায় উপকার বিশ্বত হইয়া নিশ্চিন্তমনে গৃহে অবস্থান করিতেছেন । বর্ষাশ্যে হইয়া, শরৎ সমাগত হইয়াছে। যুদ্ধযাত্রার সময় উপস্থিত ; রাম সীতাশোকে অবসন্ন হইতেছেন, এক্ষণে সুগ্ৰীবের প্রত্যুপকারের সময় আসিয়াছে। স্বগ্রীব যদি আপন প্রতিজ্ঞাপালনে তৎপর না হন তাহ হইলে বালী ষে পথে গিয়াছেন, তাহাকেও সেই পথে গমন করিতে হইরে। লক্ষ্মণের ঈদৃশ কঠোর বাক্যে সুগ্ৰীব অতিশয় মৰ্ম্মাহত হইলেন এবং বিনয়বচনে র্তাহাকে প্রসন্ন করিলেন। লক্ষ্মণও ক্রোধবশতঃ মিত্রের প্রতি এইরূপ নির্দয় ব্যবহার করিয়া অতিশয় লজ্জিত হইলেন, এবং তৎক্ষণাৎ বীতক্রোধ হইয়া সমুচিত সন্মানপ্রদর্শনদ্বারা সুগ্ৰীবের গৌরব বৃদ্ধি করিলেন। অনন্তর কপিরাজ, হনুমৎপ্রমুখ মন্ত্ৰিগণের পরামর্শে, চতুর্দিক হইতে বানরসৈন্তসংগ্রহের আদেশ প্রচার করিলেন। দূতের তদুদেশে তৎক্ষণাৎ নানাদিকে প্রস্থান করিল। সুগ্ৰীব লক্ষ্মণের সহিত শিবিকারোহণে প্রস্রবণ পৰ্ব্বতে রামের নিকট উপস্থিত হইলেন। রাম বন্ধুর যুদ্ধোদ্যম দেখিয়া অতিশয় দ্বষ্ট হইলেন। কিয়দিবস মধ্যে ধূলিজাল উড্ডীন করিয়া বানরসকল কিষ্কিন্ধায় সমবেত হইল। সুগ্ৰীব সীতার অন্বেষণার্থ তাহাদিগকে নানাদিকে প্রেরণ করিলেন। কোন দল পূৰ্ব্বদিকে, কোন দল পশ্চিম দিকে, কোন দল উত্তর দিকে এবং কোন দল বা দক্ষিণ দিকে যাত্রা করিল। এই শেষোক্তদলের মধ্যে বীরবর হনুমান, যুবরাজ অঙ্গদ, মন্ত্রী জাম্বুবান প্রভৃতি প্রধান প্রধান বানরগণ বিদ্যমান ছিলেন। সীতাসংবাদ অানস্বনাৰ্থ মুগ্ৰীব বানরগণকে একমাসকাল মাত্র নির্দিষ্ট করিয়া দিলেন ; Ֆեր