পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । , b(సి প্রভৃতি কষ্টসাধ্য কৰ্ম্মসকল একেবারে বিফল হইবে, এবং রামলক্ষ্মণ ও সুগ্ৰীব প্রভৃতি বানরকুল দারুণ দুর্দশাগ্রস্ত হইবেন। সীতার সহিত অনতিবিলম্বে কোনও প্রকারে একবার সাক্ষাৎ করা নিতান্তই আবশুক হইতেছে, তাহা না করিলে তিনি নিশ্চয়ই প্রাণত্যাগ করিবেন। কিন্তু হনুমান যে রামের চর সে বিষয়ে তিনি জানকীর প্রত্যয় উৎপাদন করিবেন কিরূপে ? সীতা হনুমানকে কোন মায়াবী রাক্ষস মনে করিলেও করিতে পারেন ; কিন্তু তাহা হইলে হনুমানের কার্য্যসিদ্ধিপথে বিলক্ষণ ব্যাঘাত উপস্থিত হইবার সম্ভাবনা। মনে মনে এইরূপ নান৷ প্রকার বিতর্ক করিয়া হনুমান সীতার সহিত সংস্কৃত ভাষায় আলাপ করিতে সঙ্কল্প করিলেন ; কিন্তু ব্ৰাহ্মণের ন্যায় সংস্কৃত কথা কহিলে পাছে সীত। তাহাকে রাবণ জ্ঞান করিয়া ভীত হন, এই আশঙ্কায় তিনি সীতার সহিত অর্থসঙ্গত মানুষী বাক্যেই আলাপ করিতে মনস্থ কfরলেন। এইরূপ অবধারণ পুৰ্ব্বক হনুমান সীতার নিকটস্থ হইয়৷ মৃদ্ধ মধুরবাক্যে র্তাহার ও রামের পূর্ববৃত্তাস্ত কীৰ্ত্তন করিতে লাগিলেন এবং তিনি যে সীতার অনুসন্ধানের নিমিত্তই রামচন্দ্রের নিয়োগে দুস্তর সাগর লঙ্ঘন করিয়া লঙ্কায় উপস্থিত হইয়াছেন, তাহারও উল্লেখ করিলেন । মৰ্ত্ত কাম দেবী জানকী সহসা এই সকল কথা শুনিয়া বিক্ষিত হইলেন এবং অলকসস্কুল মুখকমল উত্তোলন পূর্বক উদ্ধৃদিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন। রামের'সংবাদ পাইয়। তাহার মনে যারপরনাই হর্ষ উপস্থিত হইল। তিনি ইতস্ততঃ দৃষ্টি সঞ্চালন করিতে করিতে সভয়ে দেখিলেন যে, ভীমকায় বিকটাকার এক বানর শুভ্ৰবসন পরিধান পূৰ্ব্বক বৃক্ষশাখায় আরূঢ় রহিয়াছে! সীতাদেবী হনুমানকে কোন মায়াবী রাক্ষস মনে করিয়া অতিশয় ভীত হইলেন এবং ভয়হুচকশ্বরে অস্কট চাংকার করিয়া চমকিত হইলেন। তদর্শনে