পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R১৬ সীতা । বমুন্ধর বাহুপ্রসারণ পূর্বক সীতাকে গ্রহণ করিয়া সেই দিব্য সিংহাসনে উপবেশন করাইবা মাত্র, অমনি তাহ ভূগর্ভে গ্রবিষ্ট হইল! অকস্মাৎ স্বর্গে দুন্দুভিধ্বনি হইল ; দেবগণ সাধুবাদ প্রদান করিতে লাগিলেন, এবং অন্তরীক্ষ হইতে অবিচ্ছিন্ন পুষ্পবৃষ্টি হইতে লাগিল । সমাগত ঋষিবৰ্গ ও রাজগণ বিস্ময়বিস্ফারিতলোচনে এই অদ্ভুত ব্যাপার অবলোকন করিলেন ; স্বৰ্গ মৰ্ত্ত এক তুমুল বিস্ময়কোলাহলে পরিপূর্ণ হইয়া গেল এবং স্থাবরজঙ্গম যেন মোহাচ্ছন্ন হইয়া রহিল! রাম পতিপ্রাণা জানকীর এই বিস্ময়জনক অন্তৰ্দ্ধান দেখিয়া স্তস্তিত হইয়া গেলেন ; তিনি শোকে ও অনুতাপে অতিশয় জর্জরিত হইলেন। কুশীলব রোদনশন্ধে সেই সভাস্থল পরিপূর্ণ করিলেন। তাছাদের কাতরকণ্ঠে বিলাপধ্বনি শ্রবণ করিয়া কেহই অশ্রুজল সম্বরণ করিতে সমর্থ হইলেন না। এইরূপে আমাদের জগৎপূজ্য সীতাদেবী মুখদুঃখময় বিচিত্র ঘটনাবলীর মধ্যে জীবন যাপন ও ইহসংসারে অলৌকিক পাতিব্ৰত্যরূপ অক্ষয় কীৰ্ত্তিস্তম্ভ স্থাপন করিয়া অনন্ত ধামে গমন করিলেন। তাহার জীবননাটকের শেষাঙ্কের অভিনয়ের সঙ্গে সঙ্গে আমাদের এই পবিত্র ইতিহাসও সম্পূর্ণ হইয়া আসিল। সীতার স্বর্গারোহণের পর রাম, ভ্রাতৃগণের সহিত, সংসারে আর অধিক দিন অবস্থিতি করেন নাই ; রামায়ণ সম্বন্ধে এই অবশিষ্ট জ্ঞাতব্য বিষয়টা পাঠকপাঠিকাবর্গের নিকট উপস্থিত করিয়া আমরা তাহাদেরই অনুমতিক্রমে এই স্থানেই পটক্ষেপণ করিতেছি। SSAS SSAS SSAS SSAS