পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቁ »w সীতা । সীতার অন্তর্নিহিত স্বভাবসিদ্ধ বিশুদ্ধতা ও পবিত্র তাই তাহার অলৌকিক মাছাত্ম্যের একমাত্র মূল কারণ। সীতার মন ও বুদ্ধি জন্মাবধিই নিৰ্ম্মল, নিষ্কলঙ্ক ও সরল। জ্যোৎস্নান্নাত ফুটন্মুখ শুভ্ৰ পুষ্প যেরূপ পবিত্র ও মনোহর, সীতার সুকোমল মন স্বভাবতই তদপেক্ষাও পবিত্র ও মনোহর। সীতার মন পবিত্র, তাই সীতার বুদ্ধিও সরল ; তাই সীতার নয়নযুগল হইতে স্নিগ্ধ দীপ্তি ক্ষরিত হয়, তাই তাহার মুখমণ্ডলে দিব্য জ্যোতি ক্রীড়া করে ; তাই তাহার আত্মপর, উচ্চনীচ ভেদাভেদ জ্ঞান নাই, এবং জগতে যাহা কিছু মুন্দর ও পবিত্র, তাহারই প্রতি র্তাহার একান্ত অনুরাগ। এই নিমিত্তই বালিক। সীতা পিতৃগৃহে অভ্যাগত ঋষিগণের মুখে পবিত্র আশ্রমের বিবরণ শুনিয়া বিমুগ্ধ হন, তাপসকস্তাগণের সহিত বাস ও বনে বনে বিচরণ করিয়৷ পুষ্পচয়ন করিতে সাতিশয় আগ্রহ প্রকাশ করেন এবং শাস্তস্বভাব হরিণশিশুদের সহিত ক্রীড়া করিতে অতিশয় সমুৎসুক হন। এই নিমিত্তই, সীতা বৃক্ষলতা ভালবাসেন, পুষ্পদর্শনে প্রীত হন, পশুপক্ষিগণকে দয়া করেন, সখীগণকে প্রীতি করেন ও দাসদাসীগণকে স্নেহ করেন । এইজন্যই সীতা মধুরভাষিণী, আনন্দদায়িনী ও চমৎকারিণী। এই কারণেই তাহার স্বাভাবিক সৌন্দৰ্য্য শতগুণে বৰ্দ্ধিত হয়, এবং তাহাতে দেবরাজ্যের অস্পষ্ট ছায়া পরিলক্ষিত হইয়া থাকে । তাহার হৃদয় স্বচ্ছ ও নিৰ্ম্মল বলিয়াই তাহাতে কখনও অপবিত্রতার ছায়পাত হয় না, এবং পুণ্যালোক সহজেই প্রতিফলিত হইয়া থাকে। এই নিমিত্তই সীতা সৎকথা ও সৎ প্রসঙ্গ ভালবাসেন এবং শুভ্রকেশ ঋষিবৰ্গ ও পূজ্যপাদ জনকের নিকট নানাবিধ হিতোপদেশ শ্রবণ করিতে একান্ত অনুরাগ প্রদর্শন করেন। এই জন্তই সীতা প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রতি অতিষয় অনুরাগিণী, এবং পিতৃগৃহেও অরণ্যচারিণী বনদেবীর ন্যায় শোভাময়ী। বালিকা-গীতার এই o