રસ नैौड़ to বলিলেন। সীতার কোন দিকে দৃষ্টি নাই; সীতা নিজ পদযুগলেই দৃষ্টিনিহিত করিয়া আছেন। চরিত্র উদেশে আবার শপথ ! অবলার প্রাণে श्रृत्व गश् ढुङ्ग न । সীতা কৃতাঞ্জলিপুটে অধোমুখে কহিলেন “আমি গ্ৰাম ব্যতীত যদি অন্য কাহাকেও মনে স্থান না দিয়া থাকি, তবে সেই পুণ্যের বলে দেবী পৃথিবী বিদীর্ণ হউন, আমি তন্মধ্যে প্রবেশ করি। যদি আমি কায়মনোবাক্যে রামকে অর্চনা করিয়া থাকি, তবে সেই পুণ্যের বলে দেবী পৃথিবী বিদীর্ণ হউন, আমি তন্মধ্যে প্রবেশ করি। আমি রাম ভিন্ন আর কাহাকেও জানি না, যদি এই কথা সত্য বলিয়া থাকি, তবে সেই পুণ্যের বলে দেবী পৃথিবী বিদীর্ণ হউন, অামি তন্মধ্যে প্রবেশ করি " সতীর প্রার্থনা বিফল হইল না। দেবী পৃথিবী বিদীর্ণ হইলেন, সহসা অলৌকিক জ্যোতিরাশি বিনির্গত হইল, জ্যোতিৰ্ম্ময়ী সীতাদেবী জ্যোতির মধ্যে বিলীন হইয়া সম্বস। কোথায় অদৃপ্ত হইয়া গেলেন । । এই জ্যোতিৰ্ম্ময়ী দেবতাকে আমরা যেরূপ বুঝিয়াছি, সকলকে সেইরূপই বুঝাইতে চেষ্টা করিলাম। এই দেবতা ধৰ্ম্মের তিল তিল জ্যোতিকণায় বিনিৰ্ম্মিত, সে ধৰ্ম্মের অপর নাম পাতিব্ৰত্য ! ইহার অলৌকিক পবিত্র চরিত্র আমাদিগকে ধৰ্ম্মের পথে নিয়ত আকর্ষণ করুক ; ইহার নিৰ্ম্মল আত্মার স্বস্নিগ্ধ জ্যোৎস্নাজাল আমাদের সস্তপ্ত প্রাণকে সুশীতল করুক ; আমাদের হৃদয়ক্ষেত্র স্বৰ্গরাজ্যে পরিণত হউক ; ইনি আমাদের মুক্তিপথের সহায় হউন; ইহঁার পবিত্র সত্ত্বাতে আমাদের গৃহ পরিপূর্ণ হউক ! ইনি আমাদের নারীজাতির কল্যাণ করুন। । স্বাগবাজার ডি লাইব্রেরী ভাৰত সংখ্যা” ---...----------. পরিগ্রহণ সংখ্য। •,• **********--- পরিগ্রহণের তাৰিখ । --അ
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২৩২
অবয়ব