পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રr সীতা । করিতে লাগিলেন। দশরথ বৃদ্ধ হইয়াছেন ; তিনি রাজ্যের কল্যাণকামনায় শরীরক্ষয় করিয়া বহুসংখ্যক বৎসর রাজ্যশাসন ও প্রজীপালন করিয়াছেন ; এক্ষণে তিনি জ্যেষ্ঠপুত্র রামচন্ত্রের হস্তে রাজ্যভার অর্পণ করিয়া নিশ্চিন্তমনে অবসর গ্রহণের অভিলাষী হইয়াছেন। রামচন্ত্র এই গুরুভারবহনের উপযুক্ত কি না, অথবা তদপেক্ষ কেহ শ্রেষ্ঠতর আছেন কি না এতৎসম্বন্ধে দশরথ সকলের অভিমত জিজ্ঞাসা করিলেন । দশরথ রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করিতে মনস্থ করিয়াছেন এই সংবাদ শ্রবণমাত্রেই সভামধ্যে এক তুমুল হর্ষধ্বনি সমুখিত হইল । তৎক্ষণাৎ সকলে সমস্বরে “রামচন্দ্রকেই রাজ্যভার প্রদত্ত হউক” এই কথ। মহারাজের নিকট নিবেদন করিলেন, এবং দশরথের সমক্ষে রামের অশেষ গুণকীৰ্ত্তন করিয়া তাহাকেই যৌবরাজ্যে নিৰ্ব্বাচিত করিবার যথেষ্ট কারণ প্রদর্শন করিলেন। তখন রাজা দশরথ পারিষদবর্গ ও প্রজাসাধারণের বাক্যে প্রীত হইরা তদণ্ডেই রামের রাজ্যাভিষেকবাৰ্ত্ত বিঘোষিত করিয়া দিলেন। আবালবৃদ্ধবনিতা তাহা শ্রবণ করিয়া হর্ষোল্লাসে নিমগ্ন হইল। অযোধ্যানগরী উৎসবতরঙ্গে ভাসমান হইল। সৰ্ব্বজনপ্রিয় রামচন্ত্রের জয়ধ্বনিতে দিগগুল পরিপূর্ণ হইয়া গেল। গৃহমাল৷ মুধাধোঁত ও গৃহচুড়ে বিচিত্র বর্ণের ধ্বজপতাকাসকল উড্ডীন হইতে লাশ্বিল। কেহ কেহ বহুমূল্য বসনভূষণ পরিধান করিয়া, কেহ নৃত্যगैरङ निबर्ध श्हेब्र ७द९ ८क्श् ८कइ वा मब्रिजश्न व्र भाषा बनब्रङ्ग বিতরণ করির স্ব স্ব হৃদরের আনন্দোচ্ছাস প্রকটিত করিতে লাগিল। চতুর্দিকেই আনন্চিহ্ন বিরাজিত, কোথাও নিরানদের शबाबाज इtिश्राध्द्र श्रेण न। बशबाब-बनब्रषद्र आग्नट* রাজপথসৰল পরিস্কত্ব ও মুসঙ্গিত হইল এবং অভিষেকোপযোগী