পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ఠిశ్రీ সীতা । श्ाि:णन । हिस्व बि ठधन cण बब्र छ्यॆर्ध्नि कांश्झि। ग७ नांयॆ, बभन আবগুক হইবে তখনই চাহিয়া লইৰে বলিয়াছিলে। এক্ষণে তুমি মহারাজের নিকট সেই বরের উল্লেখ করিয়া প্রথমবরে রামের চতুর্দশ বৎসর বনবাস, এবং দ্বিতীয় বরে ভরতের রাজ্যাভিষেক প্রার্থনা কর । রাম অতিশয় লোকপ্রিয় ইহা সত্য বটে ; কিন্তু বুদ্ধিমান ভরত চতুর্দশ বর্ষের মধ্যে প্রজাগণকে আপনার বশতাপন্ন করিতে সমর্থ হইবেন সন্দেহ নাই। অতএব তুমি এই মুহূর্তেই ক্রোধাগারে প্রবেশ পূৰ্ব্বক অশ্রুজলে ধরাতল অভিষিক্ত কর। মহারাজ নিশ্চয়ই তোমাকে দেখিতে আসিবেন । সেই সময়ে কৌশলক্রমে তাহাকে সত্যপাশে বদ্ধ করিয়া বর প্রার্থনা করিবে ; ইহাতে অবশুই তোমার ইষ্টসাধন হইবে।” মন্থরার এই পরামর্শ শ্রবণপূৰ্ব্বক কৈকেয়ী আহ্নাদে গদাদচিত্ত হইলেন, এবং তাহার গুণের অশেষ প্রশংসা করিয়া কৃতজ্ঞহৃদয়ে তাহাকে গাঢ় আলিঙ্গন ও বহু ধনরত্ন প্রদান করিলেন । রাজা দশরথ রামের রাজ্যাভিষেকের অনুমতি প্রদান পূৰ্ব্বক হৃষ্টমনে অন্তঃপুরে প্রবেশ করিলেন। তিনি সৰ্ব্বাগ্রে কৈকেয়ীকে এই আনন্দসমাচার জ্ঞাপন করিতে মনস্থ করিলেন, কিন্তু তাহাকে গৃহে দেখিতে না পাইয়৷ কিঞ্চিৎ বিস্মিত হইলেন । রাজ্ঞী ক্রোধাগারে প্রবেশ করিয়াছেন প্রতিহারীর মুখে এই কথা শ্রবণ পূর্বক দশরথ চিন্তাকুলমনে তথায় উপস্থিত হইয়া দেখিলেন যে, সত্যসত্যই কৈকেয়ী মলিন বসম পরিধান পুৰ্ব্বক ধূলিশয্যায় শয়ানা अरश्न এবং অশ্রুজলে ধরাতল অভিষিক্ত করিতেছেন। প্রিয়তমা মহিষীর এই অসম্ভাবিত অবস্থা দর্শনে মহারাজ অতিশয় বিচলিত হইলেন। তিনি স্নেহপূর্ণ মুমধুর বাক্যে কৈকেয়ীর ক্রোধের কারণ জিজ্ঞাসা করিলেন ; কিন্তু অভিমানিনী স্বামীর প্রশ্নের কোন উত্তরই প্রদান করিলেন না। মহিষীর শরীর কি অস্বস্থ হইয়াছে, কেহ কি তাহার অবমাননা করিয়াছে,