পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| es সীতা । হইল না দেখিয়া গীত আর এক উপায় অবলম্বন করিলেন। সীত। প্রীষ্ঠিতরে অভিমানসহকারে মহাবীর রামকে উপহাস করিয়া কছিলেন “লাখ, আমার পিতা যদি তোমাকে জাকারে পুরুষ ও স্বভাৰে স্ত্রীলোক বলিয়া জানিতেন, তাহ হইলে তোমার হস্তে কখনই আমাক্স সম্প্রদান করিতেন না। লোকে কহিয়া থাকে যে রামের যেরূপ তেজ, প্রখর স্বর্ষেরও সে প্রকার নাই, এই কথা এক্ষণে প্ৰলাপমাত্র হইয় উঠবে। তুমি কি কারণে বিষয় হইয়াছ, কিসেরই বা এত আশঙ্কা যে অনন্তপরায়ণা পত্নীকে ত্যাগ করিয়া যাইতে প্রস্তুত হইতেছ? আমি কুলকলঙ্কিনীর ভায় তোমা ভিন্ন অন্য পুরুষকে কখন মনেও দর্শন করি নাই। এই কারণে আমি কহিতেছি আমি তোমার সমভিব্যাহারে গমন করিৰ।” ( ২৩০ } রামচন্দ্র সীতাকে রাজা ভরতের আশ্রয়ে থাকিতে বলিয়াছিলেন ; সীতাকে পরপুরুষের আশ্রয়ে থাকিতে বলা সীতার পক্ষে অসহ হইয়াছিল। তাই সীতা গাত্রজালায় দম্ভসহকারে রামকে বলিতে লাগিলেন “নাথ, সতত যাহার হিতাভিলাষ করিতেছ, যাহার নিমিত্ত রাজ্যলাভে বঞ্চিত হইলে, তুমিই সেই ভরতের বশবৰ্ত্তী হইয়া থাক, আমাকে ভৰিষয়ে কিছুতেই সন্মত করিতে পারিবে না।” তাহার পর তিনি আরও কহিতে লাগিলেন “ভূয়োভূয়ঃ কহিতেছি, আমি তোমার সমভিব্যাহায়ে গমন করিব। তোমার সহিত তপস্ত হউক, অরণ্য বা স্বৰ্গই হউক, কোনটিতে সঙ্কুচিত নহি। আমি যখন তোমার পশ্চাৎ পশ্চাৎ যাইব, তখন পথ মুখশয্যার স্তায় বোধ হইবে, তাহাতে কোন স্কপ ক্লাস্তি অনুভব করিব না। কুশ, কাশ, শর ও ইষীক প্রভৃতি যে সকল কষ্টকর্তৃক্ষ আছে আমি তাহ ভূল ও মৃগচর্শের স্তার মুখস্পর্শ বোধ করিধ। প্রবল বায়ুবেগে যে ধূলিজাল উড্ডীন হইয়া আমায় আচ্ছন্ন *विश्य ’शि बङ्छखम 5झनङ्ग छtन खान निव । बामि यथन बब