পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ रें - সীতা। ক্ষেপণীযুক্ত, নাবিকসন্ধিত,একখানি স্থাঢ় নৌকা আনয়ন করিলেন। রামচন্দ্র, সীতাদেবী ও লক্ষ্মণের সহিত, সেই নৌকায় আরোহণ করিতে সমুদ্র্যত হইলেন। মুমন্ত্রকে এই স্থান হইতে প্রতিনিবৃত্ত হইতে হইবে, তাই রাম উাহাকে বলিতে লাগিলেন “স্বমন্ত্র, ভূমি পুনরায় ত্বরায় মহারাজের নিকট গমন কর ; আমাকে রথে আনয়ন করা এই পৰ্য্যন্তই শেষ হইল ; অতঃপর আমি পদব্রজে গহনবনে প্রবেশ করিব।” ভর্তৃবৎসল সুমন্ত্র রামের এই অনুজ্ঞ শ্রবণপূৰ্ব্বক রোদন করিতে লাগিলেন। রামের সহবাসে ছিলেন বলিয়া এতক্ষণ র্তাহার শোকাবেগ সংরুদ্ধ ছিল, কিন্তু অতঃপর সত্যসত্যই রামকর্তৃক বিসর্জিত श्रेष्ठ इदेउत्श देश आदिब्रा उिनि ८ोकाङ्कण श्हेगन । ब्राय তাহাকে সুমধুর বাক্যে সান্থনা করিয়া জনকজননী ও অন্তান্ত গুরুজনের চরণে প্রণাম, প্রোষিত ভরতশক্রয়কে স্নেহ, এবং প্রজাপুঞ্জকে আন্তরিক সম্ভাব জানাইলেন। তৎপরে ভ্রাতৃদ্বয় বটনিৰ্য্যাস দ্বারা মস্তকে জট প্রস্তুত করিয়া ঋষির ন্তায় শোভা পাইতে লাগিলেন। বীরযুগল এইরূপে তাপসোচিত বেশ ধারণ করিয়া নিষাদরাজ গুহ ও স্বমন্ত্রের নিকট বিদায় গ্রহণ করিলেন এবং দেবী জানকীর সহিত নৌকারোহণপূর্বক অনতিবিলম্বে গঙ্গার দক্ষিণ তীরে অবতীর্ণ হইলেন। " - - অতঃপর রামচন্দ্র ঘোর অরণ্যপ্রবেশের উপক্রম করিতেছেন ; সীতাদেবী সঙ্গে আছেন এবং লক্ষ্মণই তাহার একমাত্র সহায়। তাই তিনি গঙ্গা সমুত্তীর্ণ হইয়াই ভাবী বিপদের আশঙ্কা করিয়া লক্ষ্মণকে উপদেশ প্রদান করিলেন “ভাই, সজন বা বিজনই হউক, সীতাকে রক্ষা করিবার নিমিত্ত সাবধান হও । তুমি সৰ্ব্বাগ্রে গমন কর, সীত৷ তোমার সহগমন করুন, আমি পশ্চাতে থাকিয়া তোমাদের উভয়েরই রক্ষক ষ্ট্ৰী বাই।” দেখ, এখন অবধি আমাদিগকে অতি হুক্ষর কার্য্য