পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• সীতা । , তিনি স্বামীর সহিত প্রায় চতুর্দশবর্ষকাল অরণ্যবাস ও নানাস্থানে মনোহর আশ্রমপদসকল পৰ্য্যটন করিয়াও হৃদয় মধ্যে যেন কিছুমাত্রও তৃপ্তিলাভ করেন নাই। -প্রোকৃতিক সৌন্দৰ্য্য তাহার সরল পবিত্র হৃদয়ে পতিত হইয়া স্বর্গের শোভায় পরিণত হইয়াছিল। নিবিড় অরণ্যানী, ভীষণ গিরিগুহ, ভয়াবহ নদনদী প্রভৃতি দর্শনপূর্বক সীতা কখনও সন্ত্ৰাসিত না হইয়। বরং ভীতিমিশ্রিত এক অনিৰ্ব্বচনীয় আননা উপভোগ করিতেন। সীতা কাননমধ্যে নির্ভীকচিত্তে হরিণীর ভায় বিচরণ করিতে এবং মনোহর পুষ্পসকল চয়ন করিয়া বনদেবীর স্তায় পুষ্পভূষণে ভূষিত হইতে সাতিশয় আগ্রহ প্রকাশ করিতেন। পৃথিবীর সৌন্দর্য্যের প্রতি অনুরাগবিষয়ে সীতা জগতে অতুলনীয়। এই জন্তই বুঝি তিনি পৃথিবীর প্রিয়তম দুহিতা বলিয়া জগদ্বিখ্যাত হইয়াছেন । বাস্তবিক, সীতার সমগ্র জীবনের ঘটনাপরম্পর আলোচনা করিয়া এক একবার মনে হয়, বিধাতা বুঝি সংসারের কাঠিন্য ও কর্কশতার জন্ত, সীতাকে স্বজন করেন নাই ; পরস্তু ফলপুষ্পশোভিত মনোহর কানন সমূহে মৃগীগণের সহিত ক্রীড়া ও সরলদ্ধদয় তাপসকস্তাগণের সহিত বনে বনে বিচরণ ও পুষ্পাদিচয়নের জন্তই তাহাকে মনোনীত করিয়াছিলেন। বুঝি সীতার ভাগ্য রত্নৈশ্বৰ্য্যপরিপূর্ণ রাজপ্রাসাদ মধ্যে নিক্ষিপ্ত না হইয়া যদি বৃক্ষদলশোভিত মৃগপক্ষিসেবিত কোন নির্জন আশ্রম মধ্যে পতিত হইত, তাহ হইলেই যেন সীতার জীবনের কৃতার্থতাসম্পাদন হইত । কিন্তু পরমেশ্বর কুস্থমকোমলগ্রাধা সীতাকে সংসারের ভীষণ অগ্নিপরীক্ষার নিষিক্ত অভিপ্রেভ কৰিয়ছিলেন । আয়ু সীতাও অন্তর্নিহিত অলৌকিক তেজোবলে আশনায় ধৰ্ম্ম ও জুৰ রক্ষা করিয়া চিরকালের জন্য সমগ্র স্ত্ৰীজাপ্তির গৌরব রক্ষা করিয়াছেন, এবং অদ্যাপি নারীকুলের শীর্ষস্থান অধিকার ক্ষস্থির জগতে সম্পূজিত হইতেছেন4