পাতা:সুকান্ত সমগ্র.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সুচিকিৎসা১৩

বদ্যিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে,
আচ্ছা ক’রে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে।
ডাক্তার এসে, বল্ল কেশে, “বড়ই কঠিন ব্যামো,
এ সব কি সুচিকিৎসা? — আরে আরে রামঃ।
আমার হাতে পড়লে পরে ‘এক্‌সরে’ করে দেখি,
রোগটা কেমন, কঠিন কিনা — আসল কিংবা মেকি।
থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক,
আইস-ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক।
‘ইঞ্জেক্‌শান’ নিতে হবে ‘অক্সিজেন’টা পরে,
তার পরেতে দেখব এ রোগ থাকে কেমন ক’রে “
পল্লীগ্রামের বদ্যিনাথ অবাক হন ভারী,
সর্দি হলেই এমনতর? ধন্য ডাক্তারী!!


পরিচয়১৪

ও পাড়ার শ্যাম রায়
কাছে পেলে কামড়ায়
এমনি সে পালোয়ান,
একদিন দুপুরে
ডেকে বলে গুপুরে
‘এক্ষুনি আলো আন্‌’

৩৮৯