পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করে পাচিলের পথ চলেছে ৷ পাহাড়ের গা বেয়ে ওঠানামা করতে করতে, কত প্রকাণ্ড প্রকাণ্ড পর্বতের চুড়োয় ওঠে, আবার কত নদীর ধারে সমান জমিতে নেমে এসেছে । দুহাজার দুশো বছর তার বয়স । সে যদি কথা বলতে পারত, তা হলে তার এই বুড়ো বয়সে কত আশ্চর্য কথাই শুনতে পেতাম । কত যুগের পর যুগ এই দেয়ালের বুকের উপর দিয়ে কত দেশ-বিদেশের লোক আসা যাওয়া করেছে---কেউ ব্যবসা-বাণিজ্যের জন্য, কেউ চুরি ডাকাতির জন্য, কেউ দলে-বলে রাজ্যজয়ের জন্য । তুকি, তাতার, মোঙ্গল, মাঞ্চ, চীন কার অস্ত্রের কত বিক্ৰম ঐ দেয়াল তার সাক্ষী । কত রাজার কত রাজবংশের কত অদ্ভুত কাহিনী, কত সুখ-দুঃখের ইতিহাস । হোয়াংতি রাজার বংশের বা ‘হান’ বংশের প্রতাপের কথা--যার ভয়ে তুকি তাতার জব্দ হয়েছিল । তার পর অরাজক দেশে অশান্তির যুগ— যখন ঘরে শত্রত বাইরে শত্রত, তার মধ্যে রাজায় রাজায় লড়াই । তার পর ‘তাং রাজাদের দিগ্বিজয়ের কথা —তারা যুদ্ধ জয় করতে করতে পারস্য আর কম্পিয়ান থেকে কোরিয়ার শেষ পর্যন্ত রাজ্য দখল করে বসেছিলেন । তার পর ছোটোখাটো রাজাদের ইতিহাস পার হয়ে ‘সুং বংশের কত কীতির কথা-কত বড়ো-বড়ো কবি, কত বড়ো-বড়ো পণ্ডিত, আর চারিদিকে জ্ঞান বিজ্ঞানের কত তালোচনা --সে সময়ে প্রথম ছাপার কল তৈরি করে মানুষে সকলের প্রথম পুঁথির লেখা ছাপতে শুরু করেছে । তার পর কেবলই যুদ্ধবিগ্রহ-মোঙ্গল সেনাপতি চেঙ্গিস খাঁ-র কাছে চীনেদের বার বার লাঞছনা—আর শেষে কুবলাই খাঁ-র আমল থেকে একশো বছর ধরে চীনদেশে মোঙ্গলদের রাজত্ব । শুধু চীনদেশ কেন, এশিয়ার পর্বকূল থেকে নানা নিবন্ধ دوا جدN