পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি হল তাদের কেহ নাহি জানে নানা কথা কয় লোকে, আজও কেহ তার পায় নি খবর কেহই দেখে নি চোখে । যাহোক এদিকে, কুস্তির শেষে এল পেটুকের পালা, যেন অতিকায় ফুটবল দুটি, অথবা ভোকাই জালা । ওজনেতে তারা কেহ নহে কম ভোজনেতে ততোধিক, এবপ সবিপল, ভূড়ি বিভীষণ— ভারী সাতমণ ঠিক । অবাক দেখিছে সভার সকলে আজব কাও ভারি— ধামা ধামা লুচি নিমিষে ফুরায় দই ওঠে হাড়ি হাড়ি । দাড়িপাল্লায় মাপিয়া সকলে দেখে আহারের পরে, দুজনেই ঠিক বেড়েছে ওজনে সাড়ে তিনমণ করে । কানা রাজা বলে, “এ কি হল জ্বালা, আক্কেল নাহি কারও, কেহ কি বোঝে না, সোজা কথা এই— হয় জেতো, নয় হারো ।” তার পর এল কড়ে দুইজন বাকার উপরে চড়ে, সভামাঝে দোহে শুয়ে চিৎপাত চুপচাপ রহে পড়ে । হাত নাহি নাড়ে, চোখ নাহি মেলে, কথা নাহি কারও মুখে, দিন দুই তিন রহিল পড়িয়া নাসাঙ্গীত গাহি সুখে । জঠরে যখন জ্বলিল আগুন পরান কণ্ঠাগত, তখন কেবল, মেলিয়া আনন থাকিল মড়ার মতো ।