পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



বসে যদি ডাইনে,   লেখে মোর আইনে—
এই ল্যাজে মাছি মারি ত্রস্ত;
বামে যদি বসে তাও,  নহি আমি পিছপাও,
এই ল্যাজে আছে তার অস্ত্র।
যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি
কি যে করি ভেবে নাহি পাই রে—
ভেবে দেখি একি দায়  কোন্ ল্যাজে মারি তায়
দুটি বৈ ল্যাজ মোর নাই রে।”

আবোল তাবোল
৪৭