পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

芯 @ বিপক্ষ ময়, সে আমারদের পক্ষেই আছে (১০২)। আমার নামে—তোমরা খৃষ্টের সহচর বলিয়া ৰে তোমারদের এক জনকেও এক পাত্র পানীয় দায়, যথার্থ বলিতেছি, সে পুরস্কার পাইবে। ৮৮। অামাতে বিশ্বাসকারী এই সুকুমারমৃতিদের মধ্যে একটির প্রতিও যে বিপক্ষতা করিবে, তাহার পক্ষে গলে প্রস্তর বন্ধন পূর্বক সাগরগর্ভে নিমগ্ন হওয়া শ্রেয়স্কর । যদি তোমার হস্ত বিপক্ষতা করে, তাহাকে ছেদন কর; কারণ দুই হস্ত সহিত মৃত্যুহীনকীটসম্যকীর্ণ অনিবাৰ্য্য নরকাগ্নিতে পতিত হইবার অপেক্ষা অঙ্গহীন হইয়া জীবন প্রাপ্ত হওয়া উত্তম (৩১) । যদি তোমার পদ বিপক্ষতা করে, তাহাকে ছেদন কর; কারণ দুই পদ সছিত মৃত্যুহীনকীটসমাকীর্ণ অনিবাৰ্য্য অগ্নিময় নরকে পতিত হইবার অপেক্ষা খঞ্জ হইয়া জীবন প্রাপ্ত হওয়া উত্তম। তোমার চক্ষু যদি বিপক্ষতা করে, তবে তাহাকে উন্মুলন কর; কারণ দুই চক্ষু সহিত মৃত্যুরহিতকীটসমাকীর্ণ অনিবাৰ্য্য অগ্নিময় নরকে (১০২) অর্থাৎ সত্যপদার্থ কোন এক ব্যক্তি বা এক সম্প্রদায়ের বিশেষ অধিকৃত হইতে পারে না; সত্যানুসন্ধায়ী ব্যক্তি যেখানে সত্যকে দেখুন, গ্রহণ করিলেন, এবং যে কোন ধৰ্ম্মে যত দুর সত্য,ধাকিবে, সেই ধৰ্ম্মকে रुच्छूद्र यांना করিবেন।