পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s • b ) দিয়াছেন শুনিয়া জিজ্ঞাসা করিলেন সৰ্ব্বপ্রধান । আজ্ঞা কি ? যিশু উত্তর করিলেন “ হে ইম্রান্নেল । বংশ! অবধাম কর : অামারদের অধিপতি পরমেশ্বর এক মাত্র প্রভু। তোমার অধিপ পরমেশ্বরকে সৰ্ব্বাস্তঃকরণে, একতানমনে, একাগ্র্যচিত্তে, এবং সৰ্ব্বশক্তি দ্বারা প্রীতি কৱিবে । ইহা প্রথম আজ্ঞা । দ্বিতীয় আজ্ঞা ইহারই সদৃশ ‘তোমার প্রতিবেশীর প্রতি আত্মতুল্য প্রীতি করবে।’ অধ্যাপক কছিলেন ‘স্বামিন আপনি সত্যই বলিয়াছেন; যেহেতু দ্বিতীয়রহিত এক পরমেশ্বরই আছেন ; তাহাকে সৰ্ব্বান্তঃকরণে, একতামমনে, একাগ্র্যচিত্তে এবং সৰ্ব্বশক্তির সহিত প্রীতি করা, এবং প্রতিবেশীর প্রতি আত্মতুল্য প্রীতি করা, সৰ্ব্ব প্রকার যজ্ঞহোমাদি অপেক্ষা সমধিক শ্রেয়স্কর । যিশু তাহার সদ্বিবেচিত্ত উত্তর শ্রবণ করিয়া কছিলেন, তুমি ঈশ্বরীয় সুখরাজ্যের অদূরবর্তী হইয়াছ । : ৯৯* । একদা যিশু দানাধারের সমীপে উপবেশ পূৰ্ব্বক লোকে কি ৰূপে দানাধারে মুদ্রা নিক্ষেপ করিতেছে, তাহা দেখিতে লাগিলেন। অনেক ধনৰান লোকে বহুল অর্থ নিক্ষেপ করিল। তৎপর একটি দারিদ্র্যনিপীড়িত বিধবা আসিয়া দুইটি

  • মার্ক, ১১ শ [ ১২ শ ] ত ৪১ শ শ্লে । *