পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s२8 ] তোমারদের কথা শুনে, তাহার আমার কথা শুনা হইবে; আর যে কেহ তোমারদিগকে অবজ্ঞা করে, সে আমার অবজ্ঞা করে, সুতরাং আমার প্রেরয়ি তাকেও অবজ্ঞা করে । 歇 ১২১*। একজন ধৰ্ম্মশাস্ত্রবেত্তা উপহার পরীক্ষার্থ দণ্ডায়মান হইরা জিজ্ঞাসা করিলেন ‘স্বামিন নিত্য জীবন লাভার্থ আমার কি কৰ্ত্তব্য? তিনি উত্তর করিলেন, ধৰ্ম্মশাস্ত্রে কি লিখিত আছে? তুমি কিৰূপে অধ্যয়ন করিয়াছ ; ধৰ্ম্মশাস্ত্রবেত্ত কহিলেন “তোমার অধিস্বামী পরমেশ্বরকে সৰ্ব্বাস্তঃকরণে, একতান মনে, একাগ্র্যচিত্তে, এবং সৰ্ব্বশক্তির সহিত প্রীতি করিবে; এবং প্রতিবেশীকে আত্মতুল্য প্রীতি করিবে ।" যিশু বলিলেন, যথার্থ উত্তর করিয়াছ; এই ৰূপ করিলেই জীবন প্রাগু হইবে । ১২২ ৷ কিন্তু সে ব্যক্তি আপনাকে নির্দোৰি ৰূপে প্রতিপন্ন করিবার অাশয়ে যিশুকে কছিলেন * আমার প্রতিবেশী কে ? যিশু উত্তর করিলেন, এক ব্যক্তি যিৰূশালেম হইতে ঘিরীহে নগরের অভিমুখে অভিনির্যাণ করিয়া পথিমধ্যে চোরহস্তে পতিত হইল ; চেীরেরা তাহাকে বস্ত্রহীন, এবং বিলক্ষণৰূপে প্রহর পূর্কে মৃতকম্প করিয়াপ্রস্থান করিল। কোন • * লুক ১ - ম অ, ২৫শ গে।