পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৭৩ ] ১৭৫*।। যিশু কছিলেন, বিচারার্থ আমি পৃথিবীতে প্রেরিত হইয়াছি; আমার সহায়তায়, যাহার। দেখিতে পায় না, তাহার দেখিতে পাইবে ; আর যাহারা দেখিতে পায়, তাহারা দেখিতে পাইবে না । গহার সহবৰ্ত্তী কোন কোন ফিরুসি ইহা শুনিয়া frহাকে কহিল ‘আমরাও কি অন্ধ ?? বিশু উত্তর করিলেন, যদি অন্ধ হইতে, তবে তোমারদের পাপ থাকিত না; কিন্তু তোমরা বলিয়া থাক “ আমরা দেখিতে পাই’ এই হেতুক তোমারদের পপ রহিয়াছে, (১৪৩) । ১৭৬ ৷ আমিই প্রকৃত দ্রীক্ষালত, এবং আমার পরমপিতা কৃষক স্ব ৰূপ । আমার যে কোন শাখা ফলবতী ন চয়, তিনি তাহাকে ছেদ করেন, এবং যে শাখা ফলবতী হয়, তাহ1র অধিকতর ফলিনী হুইবার নিমিত্ত তাহাকে পরিস্কার করেন । আমি যে সকল উপদেশ দিয়াছি, তদ্বারা তোমরা পরিস্কৃত হইয়াছ । তোমরা আমাতে অবস্থিতি কর, এবং (১৪৩) অর্থাৎ যদি কেবল অজ্ঞানতা হেতুক অসৎ পথাবলম্বী হইতে, তবে এইক্ষণকার ন্যায় তোমারদের পাপ হইত না ; কিন্তু তোমারদের জ্ঞানাভিমান আছে, তাহাতেও যখন সৎপথবিলম্বী ন হইতেছ, তখন তোমারদের গুরুতর পাপ থাকিতেছে। 卷

  • যোহন ৯ ম অ ৩৯ শ্লো যোহন ১৫ শ অ ১ শে ।