পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bー。 ১ । খ্ৰীষ্টদ্বারা শিক্ষিত এই প্রার্থনা প্রমাণ। ২ । ঈশ্বর আপনার সৃষ্ট বস্তুর রক্ষাকৰ্ত্তা, তিনি পক্ষিগণেরও প্রতিপালন করেন। ৩ । ঈশ্বর ইসুয়েল লোকদের প্রতিপালন করিয়াছিলেন, এবণ শিমশোনকে জল দিয়াছিলেন, এব° এলিয়ের ও প্রতিপালন করিয়াছিলেন। চতুর্থ ভাগ । কি রূপে এই প্রার্থনা কর। আমাদের কৰ্ত্তব্য : ১ । প্রতিদিন । ২। নমু মনে, এক ২ দিনের নিমিত্তে। হিতোপদেশ నిa ; br, ఏ | ৩। বিশ্বাসপূদ্ৰক। যিনি খ্ৰীষ্টকে দিয়াছেন, তিনি কি সকলই দিবেন না ? ৪ । উদযোগ পূৰ্ব্বক মনের বাক্য কহিতে হয় । ৫। শ্রম করিতে হয়, অর্থাৎ যে রূপ শ্ৰম ঈশ্বরের নিকটে গ্রাহ্য হয়। পরের প্রয়োজনীয় আহার • আমাকে দেও, এই ৰূপ প্রার্থনা অলস ও প্রবঞ্চক লোক করে কিন্তু তাহ ঈশ্বরের নিকটে ঘূণাহ। ৬ । উপকার পাইলে পরে ঈশ্বরের ধন্যবাদ করা আমাদের কৰ্ত্তব্য । এই রূপে আমরা কি প্রার্থনা করিয়া থাকি ? যাহার কৰ্ম্ম নাই, সে যেমন মনুষ্যদের নিকটে আপনার দুঃখ জানাইয়া কৰ্ম্ম চাহে, তদ্রুপ কি ঈশ্বরের নিকটেওঁ চাহে ?