পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిపి (&&) cו 8מ; ככ ההדס ভূমি মনে ২ আপন ভাতাকে ঘৃণা করিও না, কিন্তু আপন প্রতিবাপ্লিকে সপষ্টরূপে অনুযোগ করিব, জাহাতে ভূমি তাহার পাপ ছোগ করিব না । প্রথম ভাগ । কৰ্ত্তব্য কৰ্ম্মের নির্ণয় । ১ । কিলের নিমিত্তে অনুযোগ করিতে হয় ? (১) যে পাপ আমরা টের পাই তাহার নিমিত্ত্বে । (২) বিশেষতঃ দুই প্রকার পাপের নিমিত্তে, তাহা এই । প্র^ । যে পাপ ৰিষয়ে দোষি ব্যক্তি নিজে জানে ষে তাহ পাপ বটে । দ্বিA । ষে পাপের দুষ্টত। অামার শিক্ষাদ্বারা তাহার বোধগম্য হইতে পারে। ২. কাহাকে অনুযোগ করা আমার কৰ্ত্তব্য ? (১) আমার প্রতিষালিকে, অর্থাৎ যাহার সঙ্গে আমার আলাপ হওয়াতে এমন বোধ হয় যে সে জ্যামার, কথা শুনিবে । (২) বিশেষতঃ জাতি কুটুম্ব ও বস্তুদিগকে, এব৯ মণ্ডলীভূক্ত লোকদিগকে । দ্বিতীয় ভাগ। সেই কৰ্ম্ম কৰ্ত্তব্য বটে, ইহার প্রমাণ । ১ । .সেই কৰ্ম্ম না করা অপ্রেমের চিহ্ন, কারণ, (১) পাপৰায় প্রতিবাসির হানি হয় । (২) এক পাপকৰ্ম্মহইতে অন্য পাপ জন্মে। (৩) পাপম্বারা প্রতিবাসির , নরকগমন হইতে পারে । -