পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 g مقا o ১•ই - ৰূপ পথ ঈশ্বরের দত্ত ধৰ্ম্মপুস্তকম্বারা নিরূপিত হইয়াছে । সূর্য্যের গমন যেমন হয়, তদ্রুপ ধাৰ্ম্মিক লোকের গমনও হয়, অর্থাৎ সেও বিপথগামী হয় না, এব^ কখনো দাড়াইয়া থাকে কখনো বা দেীড়িয়া যায় এমনও নহে, সৰ্ব্বদা স্থির মনেতে অগ্রসর হয়। সূৰ্য্য যেমন উত্তরোত্তর দীপ্তিময় হয়, তদ্রুপ ধাৰ্ম্মিক লোকও উত্তরোত্তর দীপ্তিময় হয়, অর্থাৎ ধৰ্ম্মজ্ঞানেতে ও পবিত্রতাতে ও আন্তরিক সুথেতে বাড়ে । - সূর্যের তেজ যেমন বৃদ্ধি পায়, তদ্রুপ ধামিক লোকও উত্তরোত্তর সুদৃশ্য ও সুন্দর হইয়া উঠে, এব^ তাহাহইতে জ্ঞান ও লুথ ও পবিত্রতারূপ কিরণ নির্ণত হইয়। পরের হিতজনক হইয়া উঠে । ** * তথাপি সৰ্ব্ববিষয়ে সূর্য্যেতে এব^ধাৰ্ম্মিক লোকেতে তুলনা হয় না । মধ্যাহ্নকাল উত্তীণ হইলে পরে সূৰ্য্য যেমন নামে ও তাহার তেজ যেমন হাস পায়, ধাৰ্ম্মিক লোক তদ্রুপ নহে। সে উত্তরোত্তর উর্ধে উঠে, এব• অবশেষে ঈশ্বরের ৰাসস্থান ষে স্বর্গ তাছাতে উপস্থিত হইয়া আপন পিতার রাজ্যে সূর্য্যের ন্যায় তেজঃপুঞ্জ হইৰে, কানো অন্তগত হইবে না। ’