পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yeş ৩ । ঐ প্রকার আশ্বাস দেওয়াতে ঈশ্বর আমাদিগকে প্রবঞ্চনা করেন না, ইহার প্রমাণ । (১) ঈশ্বর মিথ্যাবাদী নহেন, তিনি মানুষের মত প্রবঞ্চনা ভাবে মিষ্ট কথা কহেন এমন নহে । (২) তিনি ইস্রায়েল লোকদিগকে বাৰিলহক্টতে রক্ষা করিয়াছিলেন, এৰণ ইহার পরে তাছাদিগের প্রতি দয়। করুণার্থে এখনও তাহাদিগকে রক্ষা করিতেছেন । (৩) তিনি আপন পুত্রকে দিয়াছেন। (৪) ঈশ্বরের অন্বেষণ করা নিস্থল কৰ্ম্ম নহে, এমত প্রমাণ অনেকে পাইয়াছে, এব^ তাহাদের মধ্যে অনেকে এখনও জীব ও অাছে । দ্বিতীয় ভাগ । বিশেষ লোকের প্রতি প্রবোধকথা । আইস আমরা দায়ুদের ন্যায় কহি, হে-পরমেশ্বর, আমরা তোমার মুখের অন্বেষণ করিব। গীত ২৫ : ৮ । ," " হে বিশ্বাসিগণ, দুঃখের সময়েও ঈশ্বরের আম্বেষণ কর, কারণ তিনি তোমাদিগকে আশ্বাস দেন, আর সেই আশ্বাস নিরর্থক নহে । জগতের তাবৎ লোকদের মঙ্গলার্থেও সেই কারণে ঈশ্বরের নিকটে প্রার্থনা কর। .. ” ২ । হে পাপিগণ, তোমরাও ঈশ্বরের অম্বেষণ কর, কারণ তিনি তোমাদিগকেও আশ্বাস দেন, এব• তোমাদিগকে প্রবঞ্চনা করিবেন না। ’ যদি তোমরা ঈশ্বরের অন্বেষণ না করিয়া ঠা