পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3օց ( ) ঈশ্বর সন্ধাৰ বৰ্ত্তমান হইয়া ঈশ্বরীয় কৰ্ম্ম করেন । প্র^, তিনি সকলের সাক্ষী হইয়া লকলি দে থেন ও জানেন । দ্বি-, তিনি কর্তৃত্ব করিয়৷ তাৰৎই আপনার বশে রাখেন, তাহাতে তাবৎই তাছার অধীন থাকে । তৃ^, তিনি আপন লোকদের প্রার্থনা স্তনেন। (৩) ঈশ্বর নিকটবৰ্ত্তী আছেন, এব^ দূরবত্তীও আছেন । প্র^, তিনি কেবল স্বগেতে থাকেন তাহা নহে, কিন্তু পৃথিবীতে ও নরকেতেও বর্তমান আছেন। সুনল যখন তিমিমৎস্যের উদরে ছিল, তখনও ঈশ্বর তাহার নিকটে ছিলেন । দ্বি-, তিনি কেৱল গ্রিজাঘরে থাকেন তাহ নছে, কিন্তু তোমাদের ঘরে ও ক্ষেত্রেও আছেন, এব• বাজারে ও পথে ও বনেও আছেন । (৪) তথাপি তিনি কোন ২ স্থানে বিশেষৰূপে বৰ্ত্তমান আছেন। মানুষের মন সমস্ত শরীর ব্যাপিয়াও যেমন বিশেষরূপে মস্তুকে আছে, তদ্রুপ। প্র^, স্বৰ্গই ঈশ্বরের বিশেষ বাসস্থান। প্ৰভু ষীপ্ত খ্ৰীষ্ট সেই স্থানে আছেন। আর ঈশ্বরীয় রাজসভাও তথায় । দ্বিA, গ্রীষ্টের নামে ষে সভা হয় তাহার মধ্যে তিনি বিশেষরূপে বৰ্ত্তমান আছেন।