পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XXX ১। মাশ্বর দয়াতে আমরা নরকামিহইতে রক্ষা পাইয়াছি, তিনি আমাদিগকে অগ্নিহইতে নিস্তার করিয়াছেন । '২ । তিনি আমাদিগকে উদ্ধার করিয়া আর বার ত্যাগ করিবেন না, বরণ আমাদের সে সকল ক্রুটি দেখেন, তৎপ্রযুক্ত আরও অধিক দয়া করিবেন, যেহেতুক অগ্নিমধ্যহইতে উদ্ধৃত মনুষ্যের যন্ত্রণ ও দুৰ্ব্বলতা দেখিলে দয়া জন্মে, রাগ জন্মে না । ৩। শেষে আমরা তাহার দয়াতে সমপূর্ণরূপে নিয়ু লঙ্ক হইয়া উচিব । えir) মথি ৫ , ১ { বর্মবিষয়ে ক্ষুধিত ও তষ্ণান্ত লোকের। ধন্য যেহেতুক তাহার। পরিতৃপ্ত হইলে । প্রথম ভাগ । শব্দ বিষয়ক বিবেচনা । ১। ক্ষুপু ও তৃষ্ণ । (১) তাহ৷ অতি দৃঢ় বরঞ্চ । (২) সেই বাঞ্ছাতে মনোযোগ করা নিতান্ত আবশু্যক। , (৩) সেই বাঞ্ছা কেবল বিশেষ ং বস্তুদ্বারা,পূর্ণ হয়। ক্ষুধিত লোককে বস্ত্র দিলে কিম্বা তৃষ্ণাতুর লোককে অন্ন দিলে তাহাৰু হয় না । ( s ) রোগি লোকের বড় ক্ষুধ ও তৃষ্ণ হয় না. তাছা উপশমের কিম্বা সুস্থতার চিহ্ন।