পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼ☾ (২) সে ঈশ্বরকে সৰ্ব্বদা নিকটবৰ্ত্তী জানে না । (৩) নমুতা, ও পরের দোষ ক্ষমা করা, ও পরের হিতার্থে চেষ্টা করা, ও সাবধানত, এক্ট ২ ৰিময়ে তাহার বড় মনোযোগ নাই । তৃতীয় ভাগ। পাষাণের উপরে নিৰ্ম্মিত গৃহ কি? ১। সেই পাষাণ খুষ্টিকে বুঝায়। ২ । তাহাকে পাইবার জন্যে অন্তঃকরণ ৰূপ ভূমি খনন করা আবশ্যক। সেই ভূমির খনন হয়. . ( ১ ) পাপের জন্যে শোকদ্বার। (২) বিশ্বাসদ্বারা। (৩) সন্দ্রবিষয়ে গ্রীষ্টের বশীভূত হওনদ্বারা । (৪) নমুত ও মৃদুতা ও পরের হিতাথক চেষ্টাদ্বারা । ৩ । এমন ধৰ্ম্মবিশিষ্ট লোক গুপ্তৰূপে ও পরিবারের সহিত প্রার্থনা করিলে, এব০ নিজ ঘরের মধ্যে ধৰ্ম্মাচরণ করিবে । পুৰোধকথা। তোমার ধৰ্ম্মৰূপ গৃহ কি প্রকার ? তাহ। মুদি বালুকার উপরে নিৰ্ম্মিত আছে, তবে ঝড়ের সময়ে পড়িয়া তোমাকে নষ্ট করিবে। যদি পাষাণের উপরে নিৰ্ম্মিত আছে, তবে তোমার দৃঢ় আশ্রয়স্থান হইবে।