পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

x२.8 ১ , ১৮) তাহাতে সে ঈশ্বরের সন্তান হইয় উঠে। (২) ও পাপের ক্ষমা পায় । (৩) ও নূতন স্বভাৰ পায়। (৪) ও স্বগের অধিকারী হয় । চতুর্থ ভাগ। প্রবোধকথা । ১ । এই ৰূপ ধন্যতা তোমাদের সকলের প্রাপ্তব্য । ২ । তোমরা যেন তাহ প্রাপ্ত হও, এই ঈশ্বরের বাঞ্ছা। ৩ । তোমরা কি তাহ পাইয়াছ ? ( ○○ } ঘৃক ১১ ; ৩১ । ঙ্গে ক্ষুদ্র মেষপাল, ভন করি ও না; তোমাদিগকে রাজ্য দিতে তোমাদের fপত এ অভিমত হ’া । প্রথম ভাগ | যীশুর শিষ্যদের বণনা । ১ । তাহার। মেমস্বরূপ, অর্থাৎ অহি৭লুক, ও মৃদুশীল, ও পরের লাভজনক কিম্বা উপকার। ২ । তাহার। পালস্বৰূপ হইয। একত্র থাকে ও পর স্লর প্রেম করে । ৩ । তাহারা আপন পালককে চিনে, ও তাহার রব শুনে, ও তাহার পশ্চাদগমন করে, ও তাহাকে বিশ্বাস করে ও প্রেম করে.ও ঠাহার আশ্রয়ে থাকে। দ্বিতীয় ভাগ । যীশুর শিষ্যদের ভীত হওনের কথা । মেষগণ যেমন স্বয়ণ ভীরু আছে, তদ্রুপ যীশুর শিন্যেরাও ড়ীত আছে, তাহার কারণ। ১ । তাহাদের অজ্ঞানত ও দুৰ্ব্বলতা।