পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२. .. ৪—মনুষ্যের মঙ্গল করা প্রচারকের কৰ্ত্তব্য বটে, কি খ্ৰীষ্ট ব্যতিরেকে মনুষ্যের সৰ্ব্বনাশ হইবে, ইহা মঞ্জে স্থাথিয়া উপদেশক তাহাদের কাছে যীশুর প্রেম বিষয়ক কথা পুনঃ ২ প্রকাশ করুন । কিন্তু প্রচারক প্রথমতঃ নিজে গ্রীষ্টের প্রেমের বিষয় জ্ঞাত হউন, তাহ হইলে প্রভূর প্রেমরূপ স্রোত উপদেশকের অন্তঃকরণহইতে নির্গত হইৰে । ৫--উপদেশক আপনার অন্তঃকরণহইতে যদি সা^সারিক সুখাভিলাষ ও অহঙ্কার দূর না করেন, তৰে প্রচারের ভার আপনার উপরে ন! লউন । প্রচারক গুীষ্টের প্রতি দৃষ্টি করুন, তিনি ধনবান হইলেও আমাদের জন্যে দরিদ্র হইলেন । এব^ প্ৰভু হইবার নিমিত্তে না আলিয়। বরণ সেবক হইলেন । ৬—প্রচারক উপদেশ দেওন কালে এমত মনে করুন, যে কি জানি এইকার আমার শেষ উপদেশ দেওয়া কিম্ব শ্রোতার শেষবার উপদেশ শ্রবণ করা হয়। ইহা ভাবিয়া ভার ফেলিবার মত উপদেশ না দিয়া, বর^ ঈশ্বরের এই কথা স্মরণ করত উপদেশ দিউন, যথা, পরমেশ্বর কহিতেছেন, তুমি যদি তাহাকে আপন পথ বিষয়ে চেতন না দেও, তবে সেই পাপী আপন পাপে মরিবে বটে, কিন্তু আমি তোমার নিকটে তাহার রক্তপাতের পরিশোধ লইব ।” অতএব প্রচারক আপন কৰ্ম্মেতে আলস্য ও ক্রুটি না করিয়া গ্রীষ্টের এই কথা স্মরণ করুন, যাহাতে কেহ কোন কৰ্ম্ম করিতে পারিৰে ন, এমত রাত্রি আলিতেছে।